Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Train Cancelled: ঘূর্ণিঝড় Remal এর আশাঙ্কায় বাতিল একের পর এক ট্রেন, দেখে নিন লিস্ট

Updated :  Saturday, May 25, 2024 12:30 PM

ধেয়ে আসতে পারে ঝড়। ভোটের আবহের মধ্যে ঝড়ের আশঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কার কথা ইতিমধ্যে দেওয়া হয়েছে পূর্বাভাস। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড় Remal সবার আগে আঘাত হানতে পারে সুন্দরবনে।

তারপরে সেটা অগ্রসর হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার দিকে। ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। প্রাকৃতিক দুর্যোগের আশাঙ্কায় ব্যাহত হতে পারে সাধারণ যাত্রী পরিষেবা। প্রভাব পড়তে চলেছে রেল ব্যবস্থা। বাংলার সাগর লাগোয়া রাজ্যগুলো ছাড়াও ভালরকম প্রভাব পড়তে পারে কলকাতা-হাওড়াতেও।

যার ফলে রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। বাতিল হতে চলেছে ট্রেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দিঘাগামী বেশ কিছু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন, দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন, দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল, দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস।

several train cancel for cyclone remal

দুটো ট্রেনের রুট বদল করা হয়েছে, পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ও দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৬ মে মধ্যরাতের মধ্যে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।