এবছরের মত বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ। মা চলে গেছেন কৈলাসে। এবার পালা মা লক্ষ্মী দেবীর। আজ, রবিবার ধন,যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটি পরিবার।আজকে এই ছুটির দিনে যদি আপনি কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে জেনে নিন ট্রেনের খবর। আজ ব্যহত থাকলো বেশ কিছু ট্রেন চলাচল।
প্রতিদিন দেশ জুড়ে প্রায় দু কোটির বেশি মানুষ ট্রেনে যাতায়াত করেন। আর আজ ছুটির দিনে প্রায় ২০০ টির বেশি ট্রেন বাতিল থাকায় অসুবিধায় পড়েছেন যাত্রীরা। এছাড়াও বেশ কিছু লোকাল এবং এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। কোন কোন ট্রেন বাতিল হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভারতীয় রেলের ওয়েবসাইটে।
এছাড়াও ১৩৯ এই নম্বরে এসএমএস করেও জানতে পারবেন সমস্ত তথ্য। ভারতীয় রেলের খবর সূত্রে জানা যায়, যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেই সমস্ত ট্রেনের যাত্রীদের টিকিটের পুরো পয়সা ফেরত দেওয়া হবে। তবে দিনভর অশান্তিতে ভুগতে চলেছেন যাত্রীরা।