আবার ‘করণ-অর্জুন’ ফিরছে বড়পর্দায়, জুটি বাঁধছেন শাহরুখ-সলমন

১৯৯৫ এর 'করণ-অর্জুন' এর জুটি আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। 'জিরো' র পর শাহরুখকে বড় পর্দায় আর দেখা যায়নি। বর্তমানে মরু শহরে IPL 2020 নিয়ে ব্যস্ত কিং খান। পাশাপাশি চুটিয়ে…

Avatar

১৯৯৫ এর ‘করণ-অর্জুন’ এর জুটি আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। ‘জিরো’ র পর শাহরুখকে বড় পর্দায় আর দেখা যায়নি। বর্তমানে মরু শহরে IPL 2020 নিয়ে ব্যস্ত কিং খান। পাশাপাশি চুটিয়ে বিগবস সঞ্চালনা করছেন ভাইজান সালমান খান।

আবার 'করণ-অর্জুন' ফিরছে বড়পর্দায়, জুটি বাঁধছেন শাহরুখ-সলমন

সূত্রের খবর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান। এই সিনেমায় থাকবেন সালমান খানও।

আবার 'করণ-অর্জুন' ফিরছে বড়পর্দায়, জুটি বাঁধছেন শাহরুখ-সলমন

সালমানকে অবশ্য শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। তবে ‘করণ-অর্জুন’ এর মত স্ট্রং ক্যারেক্টারে দেখা যায়নি এই দুই অভিনেতাকে। যদিও ‘দুশমন দুনিয়া কা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুভিতে ‘শাহরুখ-সলমন’ একসঙ্গে পেয়েছেন। তবে ‘পাঠান’ মুভিতে এই দুই সুপারস্টারকে আরও বোল্ড চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।