বলি দুনিয়ায় সবথেকে বেশি জনপ্রিয় কিছু তারকার মধ্যে একজন হলেন শাহরুখ খান। তিনি শুধুমাত্র যে তার অভিনয়ের জন্য নাম করেছেন তাই কিন্তু না, তিনি কিন্তু নিজের কেরিয়ার শুরু করছে এক সাধারণ অভিনেতা হিসেবে। তারপর তার সিরিয়াল হিট হওয়ার পরে তাকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমার রোল তার কাছে আসতে শুরু করেছে এবং সেই সব সিনেমায় তিনি দারুন অভিনয়ের মাধ্যমে সকলের মনে একটা জায়গা করে নিয়েছেন। তবে তার সবথেকে বেশি জনপ্রিয় সিনেমা হল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। এখানে শুধু তার অভিনয় না, তার স্টাইলের জন্যও তিনি বেশ জনপ্রিয়।
তবে এত নামি অভিনেতা হওয়া সত্বেও তাকে কিন্তু পুলিশ এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারে এবং তিনি শুধু একা না তার সাথে বলি দুনিয়ার আরেক অভিনেতা অজয় দেবগণকেও অ্যারেস্ট করবে পুলিশ। জানা যাচ্ছে, তারা দুজনে মিলে এমন একটা কাজ করেছেন যা একেবারে গর্হিত। বলি দুনিয়ায় অজয় দেবগনও বেজস জনপ্রিয় একজন অভিনেতা এবং সকলেই তার অভিনয়ের সম্মান করেন। তিনি আজকে যে জায়গায় আছেন, সেটা সবাই পারেন। তাই এই দুনিয়ায় তার বেশ সম্মান আছে। অনেকেই বলি দুনিয়ায় তাকে সম্মান দেন।
তবে এখন তাদের দুজনের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হওয়ার সম্ভাবনা আছে। তারা দুজনে নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে পান মশলার মত একটি বিজ্ঞাপনের কাজ করেছেন। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে এবং তারা অ্যরেস্ট পর্যন্ত হতে পারেন। এটাই হল তাদের দুজনের কোর্টে হেনস্থা হওয়ার আসল কারণ।
Kylie Jenner has revealed her shocking and emotional role in helping sister Khloé Kardashian heal…
A magical new collaboration has arrived — and fans are already calling it jaw-dropping. Wicked:…
Ariana Grande is leaving Hollywood speechless — and this time, it’s not with her voice.…
Fans of FX’s critically acclaimed Shogun were left speechless after the network confirmed a second…
Garrett Wilson fans were left speechless after the New York Jets ruled out their star…
WWE fans are anxiously awaiting the return of Bianca Belair, but the superstar has revealed…