সম্প্রতি রিয়ালিটি শো ডান্স প্লাস ফাইভ এ প্রজাতন্ত্র দিবস স্পেশাল পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে তিনি বলেন তার বাড়িতে কখনোই হিন্দু বা মুসলমান এই নিয়ে আলোচনা হয় না। তিনি মুসলিম, তার স্ত্রী হিন্দু এবং তার সন্তানরা হিন্দুস্তান। তাঁর বাড়িতে কোন সময় ধর্ম চাপিয়ে দেওয়া হয় না, বরং সব ধর্মের উৎসব পালিত হয় তার বাড়িতে।
সিনেমা জগতের বাদশা কিং খানের ছেলে মেয়ের নামের মধ্যেও সর্বভারতীয় ভাবনার ছাপ মেলে। তার ছেলের নাম আরিয়ান এবং মেয়ের নাম সুহানা। ধর্ম প্রসঙ্গে বলতে গিয়ে তিনি স্বীকার করেছেন তিনি নিজেকে ধার্মিক মনে করেন না, কারণ তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী এবং তিনি এই ধর্মকে ভালো মনে করেন এই ধর্মের নিয়মানুবর্তিতা থাকায়। তবে নির্দিষ্ট কোন ধর্ম নয় তিনি ভারতীয় এবং এটাই তার একমাত্র ধর্ম বলে মনে করেন এসআরকে। তাই তার সন্তানরা যেকোনো ফর্মে ধর্মের জায়গায় ‘ভারতীয়’ লেখেন।
আরও পড়ুন : ছোট পোশাকে উর্বশী যেন স্বর্গের অপ্সরা, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি
বেশ কিছুদিন ধরে নতুন কোনো ছবিতে শাহরুখ খানকে না দেখা গেলও তিনি প্রযোজক হিসেবে কাজ করছেন। নেটফ্লিক্সে খুব শীঘ্রই প্রকাশ পাবে ‘ক্লাস অফ ৮৩’ সিরিজ। এছাড়াও রেড চিলিসের পরবর্তী ছবির শুটিং শুরু হয়ে গেছে যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।