পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহিদ বিভূতি ধৌনদিয়াল এর স্ত্রী নিকিতা সেনায় যোগ দিচ্ছেন। বিবাহবার্ষিকীতে ফিরে আসার কথা ছিল মেজর বিভূতি ধৌনদিয়ালের, কিন্তু ফিরে এসেছিল তার দেহ। ভারতীয় সেনাবাহিনী ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসে ছিলেন মেজর বিভূতি ধৌনদিয়াল। গতবছর ১৭ ফেব্রুয়ারি সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হন মেজর।
গত ফেব্রুয়ারিতে স্বামীর নিথর দেহ দেখে সামলাতে পারেন নি নিজেকে, কিন্তু এবছর ফেব্রুয়ারিতে নিকিতাই স্বামীর চলা পথে দেশসেবায় যোগ দিতে চলেছেন সেনায়। দেরাদুনের বাড়িতে নিকিতা জানান তার স্বামী শহিদ হওয়ার ৬ মাস পরেই শর্ট সার্ভিস কমিসনের পরীক্ষা দেয়। পরীক্ষা দিতে দিতে অনুভব করছিলেন তার স্বামীকে, শক্তি পেয়েছেন তাতে। শর্ট সার্ভিস পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাশ করে এখন চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষায় আছেন।
আরও পড়ুন : পয়লা এপ্রিল থেকে ভারতে পাওয়া যাবে সবচেয়ে পরিষ্কার পেট্রোল ও ডিজেল
তার স্বামী যাতে তাকে নিয়ে গর্ব অনুভব করেন তাই সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত। বিয়ের মাত্র ৯ মাস পরেই স্বামীকে হারিয়েছেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রশ্নের উত্তরে সবাই কে চমকে দিয়ে জবাব দিয়েছিলেন তার বিয়ে ২ বছর হয়েছে, তার বক্তব্য শারীরিকভাবে না থাকলেও বিয়ে ভেঙে যায়নি। কঠোর পরিশ্রম করে স্বামীর চলা পথে দেশের সেবায় নিয়োজিত করতে চান নিজেকে।