টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষ হতে না হতেই সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগের দামামা বেজে উঠেছে। আসন্ন ২০২৩ আইপিএলের মেগা আসর নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করেছে দলগুলির কর্মকর্তারা। ২০২২ আইপিএলের ভুল সংশোধন করে নতুনভাবে দল সাজাতে চলেছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। ফলে ইতিমধ্যে প্রত্যেকটি দলে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো, দিল্লি ছেড়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর।
আপনাদের জানিয়ে রাখি, গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছিলেন শার্দুল ঠাকুর। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার দিল্লির জার্সিতে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি। গত বছর দিল্লির হয়ে তিনি ১৪ ম্যাচে ১৫টি উইকেট শিকার করলেও খরচ করেছিলেন ৪৭৩ রান। পুরো আসলে তিনি একবার ৪ উইকেট শিকার করলেও তাঁর ইকোনমি রেট ছিল ৯.৭৯। ফলে এমন ব্যয়বহুল ক্রিকেটারকে দলে নেওয়ার পেছনে যুক্তি খুঁজে পাচ্ছেন না কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা।
শার্দুল ঠাকুর কলকাতা শিবিরে যুক্ত হলে দলের জন্য তিনি ঝুঁকিপূর্ণ হবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে কলকাতার তারকা বোলার প্যাট কামিন্স ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে, তিনি আগামী মরশুমে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। কারণ তিনি জাতীয় দলের জন্য ক্রিকেটে আরও বেশি ফোকাস করতে চান। গত বছর কলকাতা নাইট রাইডার্স তার জন্য ৭.২৫ কোটি টাকা খরচ করেছিল। ২০২৩ আইপিএলে তিনি কলকাতার শিবিরে না থাকায় তাঁর ৭.২৫ কোটি টাকা কলকাতার মানিব্যাগেই থেকে গেল। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।