আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের খেলা। তৃণমূল ছেড়ে একাধিক নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছে। এবার গতকাল তৃণমূল নেত্রী শতাব্দী রায়ের (Shatabdi Roy) ফেসবুক পোস্ট ঘিরে ফের তার রাজনৈতিক অবস্থান নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকেই মনে করেছেন শতাব্দী রায়ের এবার বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এমন পরিস্থিতিতে আজ অর্থাৎ শুক্রবার শতাব্দি রায় সংবাদমাধ্যমের সামনে তার মুখ খুলেছেন। বিতর্ক আরো বাড়িয়ে তিনি বলেছেন, “আজই দিল্লি যাচ্ছি।”
গতকালের বিতর্কিত ফেসবুক পোস্ট সম্বন্ধে শতাব্দি রায়কে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, “সাংসদ হওয়ার পর থেকে আমি অধিকাংশ সময় আমার এলাকার মানুষের সাথে কাটিয়েছি। কিন্তু গত ২ বছর ধরে মানুষের কাছে পৌঁছাতে চাইলেও আমি পারছি না। আমি প্রায়ই ওই এলাকায় যাইনি। এবার আমায় যারা ভোট দিয়েছে আমি তাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য।” এছাড়াও তিনি এদিন জানিয়েছে, “আজই দিল্লি যাচ্ছি আমি। সেখানে বন্ধু আত্মীয় পরিজনরা আছে। তাদের সাথে দেখা করবো এবং স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকে সেখানে।”
দিল্লি যাওয়ার কথা হলেই তাকে স্বভাবতই প্রশ্ন করা হয়েছে, তিনি কি দিল্লিতে গিয়ে অমিত শাহের সাথে দেখা করবেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “পরিচিত মানুষের সঙ্গে দেখা হতেই পারে। সেটাকে বৈঠক বলা ভুল হবে। আমি বলছি না আমি অমিতের সাথে দেখা করব। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দেখা হয়ে যেতেই পারে। তবে আমি ওনার সাথে মিটিং করতে দিলি যাচ্ছি না।”
অন্যদিকে শতাব্দী রায়ের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বর্ষিয়ান নেতা তথা তৃণমূল মুখপাত্র সৌগত রায়। তিনি বলেছেন, “অমিত শাহের সাথে শতাব্দীর হঠাৎ দেখা হওয়ার কোন সম্ভাবনা নেই। সময় নিয়ে তবেই তার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়। এছাড়া আমি শতাব্দীর সাথে কথা বলতে চাই। ওকে ফোন করছি। কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না। ওকে বলব দলের সাথে কথা না বলে কোন রকম সিদ্ধান্ত যাতে না নেয়।”