লাইভ টেলিকাস্ট করা হোক ধর্ষকদের ফাঁসি, হায়দ্রাবাদের ঘটনায় প্রতিক্রিয়া শতাব্দীর

সম্প্রতি হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসকের উপর ঘটা নারকীয় অত্যাচারে উত্তাল হয়েছে গোটা দেশ। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সর্বস্তরে। উত্তাল হয়েছে সংসদও। নারীদের সুরক্ষায় কঠোরতম শাস্তি চেয়েছেন দেশের সাংসদরা। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত…

Avatar

সম্প্রতি হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসকের উপর ঘটা নারকীয় অত্যাচারে উত্তাল হয়েছে গোটা দেশ। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সর্বস্তরে। উত্তাল হয়েছে সংসদও। নারীদের সুরক্ষায় কঠোরতম শাস্তি চেয়েছেন দেশের সাংসদরা। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের সংসদ শতাব্দী রায় সংসদে বলেন, ‘ধর্ষণে অভিযুক্তদেরকে কোন আইনি সহায়তা দেওয়ার দরকার নেই। আদালতে ফাঁসির সাজা, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা এসবের কোন দরকার নেই। ধর্ষকদের সরাসরি ফাঁসি দেওয়া হোক। আর তা লাইভ টেলিকাস্ট করা হোক।’

প্রসঙ্গত, হায়দ্রাবাদ কান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তিনি বলেন, ‘ধর্ষণকারীদের জনতার হাতে ছেড়ে দেওয়া হোক। জনতায় ওদের শায়েস্তা করবে।’ জয়ার এই বক্তব্যকে সমর্থন করেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। ‘শাস্তি এতটাই কঠোর হওয়া প্রয়োজন যাতে ধর্ষণকারীরা মেয়েদের দিকে তাকানোর আগে ১০০ বার ভাবতে বাধ্য হয়’, মন্তব্য জয়ার। নারী নির্যাতনের বিরুদ্ধে এমনই শাস্তি প্রণয়ন করার পরামর্শ দেন আইনসভার সদস্যরা।