চলতি বছরের শেষ লগ্নে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে ভারতকে ইতিমধ্যে সেরা ফেভারিট হিসেবে মেনে নিয়েছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপে আইসিসি ট্রফির খরা কাটিয়ে উঠবে টিম ইন্ডিয়া। জানলে অবাক হবেন, ২০১৩ সালের পর থেকে প্রায় ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললেও একটি আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেনি রোহিত শর্মারা। ফলে আসন্ন বিশ্বকাপ ভারতের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
উল্লেখ্য, ২০১১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠে নেমেছিল বিরাট কোহলিরা। এবার সেই গুরু দায়িত্ব রয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার উপর। এদিকে বিশ্বকাপে মাঠে নামার পূর্বে ভারতীয় দল পেয়েছে এক চরম দুঃসংবাদ। ভারতীয় দলের প্রতাপশালী ওপেনার শিখর ধাওয়ান সংবাদ মাধ্যমের এক আলোচনায় এই কথা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘ঋষভ পন্থের সঙ্গে আমার কথা হয়েছে। ও জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনো ৭-৮ মাস সময় প্রয়োজন তার।’ শিখর ধাওয়ানের এমন মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মন্তব্যের ফলে এটা স্পষ্ট হয়েছে যে, আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল ঋষভ পন্থকে ছাড়াই মাঠে নামবে। অর্থাৎ নিয়মিত উইকেট রক্ষক ছাড়া মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। যা ভারতের জন্য একটি বড় মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেট রক্ষক। আশঙ্কাজনক অবস্থায় তাকে পার্শ্ববর্তী হসপিটালে ভর্তি করা হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর দিল্লির একটি বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয়। চোট থেকে মুক্তি পেলেও পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে আরও বেশ কয়েক মাস বিশ্রামে থাকতে হবে তাকে। ফলশ্রুতিতে, বিশ্বকাপের আগে জাতীয় দলের প্রত্যাবর্তন এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে ঋষভ পন্থের জন্য।