নয়ন ঘোষ : মোদি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ভারী শিল্প মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। শিবসেনার সাংসদ তিনি। সোমবার সকালেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে যে নাটক চলছে, যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তার জন্যই ভারী শিল্প মন্ত্রীর পদ থেকে অরবিন্দ সাওয়ান্ত ইস্তফা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত দক্ষিণ মুম্বাইয়ের সাংসদ এই শিবসেনা নেতা।
মহারাষ্ট্রের রাজ্যপালকে সরকার করতে না পারার কথা জানিয়েছে বিজেপি। তাই রাজ্যপাল সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন শিবসেনা কে। কিন্তু এককভাবে সরকার গড়ার জন্য শিবসেনার কাছে যথেষ্ট সংখ্যক আসন নেই। ফলে শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেসের জোট হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।
আরও পড়ুন : এনডিএ না ছাড়লে সেনাকে সমর্থনে না এনসিপি’র
আর এমন সময় এনসিপির মুখপাত্র জানিয়ে দিয়েছেন, এনডিএ থেকে যদি সেনা না বেরিয়ে আসে, তাহলে এনসিপি উদ্ধব ঠাকরের দলকে সমর্থন করবে না। তারপরেই মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শিবসেনা সাংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত।