Shoaib Akhtar: “মরে যেতাম তবুও মাঠ ছাড়তাম না”, শাহীন আফ্রিদিকে তীব্র ভৎসনা করলেন শোয়েব আখতার

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয় এখনো ভোলেননি প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। এই ম্যাচে পরাজয়ের জন্য শাহিন আফ্রীদিকে এদিন তীব্র ভৎসনা করলেন এই তারকা ক্রিকেটার।…

Avatar

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয় এখনো ভোলেননি প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। এই ম্যাচে পরাজয়ের জন্য শাহিন আফ্রীদিকে এদিন তীব্র ভৎসনা করলেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচে শাহীন আফ্রিদির স্থানে তিনি থাকলে মৃত্যুবরণ করতেন কিন্তু মাঠ ছেড়ে বাইরে বেরোতেন না বলে দাবি করেন শোয়েব আখতার।

এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান। তবে পাক তারকা বোলার শাহীন আফ্রিদির অনুপস্থিতিতে একরকম পাকিস্তান দলের ওপর অধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। আসলে ওই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছিলেন শাহীন আফ্রিদি। তবে হ্যারি ব্রুকসের ক্যাচ তালু বন্দি করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।

ফলশ্রুতিতে নিজের বোলিং কোটা পূর্ণ না করে মাত্র ২.১ ওভার বোলিং করে ড্রেসিং রুমে ফিরে আসেন শাহীন আফ্রিদি। ফলে তার ওভারে বাকি থাকা পাঁচটি বল করেন স্পিনার ইফতিখার আহমেদ। তবে গুরুত্বপূর্ণ সেই ওভারে ১৩ রান খরচ করেন তিনি। এর ফলে ইংল্যান্ডের উপর থেকে বাড়তি চাপ নিমেষেই উড়ে যায়।

এই প্রসঙ্গ নিয়ে এই দিন সংবাদমাধ্যমে কথা বলার সময় শাহীন আফ্রিদির ওপর নিজের ক্ষোভ একপ্রকার উগড়ে দেন শোয়েব আখতার। এদিন তিনি বলেন, “যদি শাহীন আফ্রিদের জায়গায় আমি থাকতাম তবে কখনোই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতাম না। আমার পা ছিড়ে পড়ে গেলেও আমি বোলিং করে যেতাম। যতক্ষণ পর্যন্ত আমার চেতনা থাকতো ততক্ষণ পর্যন্ত আমি দেশের জন্য বল হাতে লড়াই করতাম। ১২ মিনিট লড়াই করে ১২টি বল করে দেশের নায়ক হওয়ার সুযোগ আমি কখনোই হাতছাড়া করতাম না। যদি কেউ আমাকে বলত এই কাজ করলে তুমি মারা যাবে, তবুও আমি মাঠ ছেড়ে পলায়ন করতাম না। দেশের নায়ক হয়ে ওঠার এত বড় সুযোগ আমি কখনোই হাতছাড়া করতাম না।”