দেশনিউজ

পুলওয়ামার হামলা কিভাবে করা হয়েছিল? তদন্তে উঠে এল বিরাট তথ্য

Advertisement

পুলওয়ামা হামলা হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। এখন এতদিন হয়ে গেছে তবুও জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার কথা ভুলতে পারেনি ভারতবাসী। ভুলতে চায়নি দেশবাসী। সেই ভয়ঙ্কর হামলার কথা ভুলতে চায়নি দেশবাসী। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে জঙ্গিরা সিআরপিএফ ট্রাককে লক্ষ্য করে ধাক্কা মারে। ওই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷

কিভাবে হল এই হামলা? জঙ্গিরা কি কি প্ল্যান করেছিল? জঙ্গিদের কাছে এত বিপুল পরিমাণে বিস্ফোরক এল কী করে ? সেই ঘটনার পর তদন্ত চলছে। কয়েকজন জঙ্গিকে আটক করাও হয়েছিল। তবে এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে নানা বিষয়। এই হামলা অনেক প্ল্যান করে করা হয়েছিল বলে জেনেছে তদন্তের আধিকারিকরা।

এই হামলায় অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন ও আরডিএক্স ব্যবহার করা হয়েছিল তা আগেই জানিয়েছিল তদন্তকারী দল। আরডিএক্স অল্প পরিমাণে বার ছোট ছোট মাত্রায় পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷ প্রায় ৩৫ কিলো আরডিএক্স পাকিস্তান থেকে আনা হয়েছিল ৷ এছাড়া জইশ এর জঙ্গিরা লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলেও জানতে  তদন্তকারী দল।

একটি বিশেষ ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে বড় হামলা করার জন্য জঙ্গিরা পাথর খাদান থেকে প্রায় ৫০০ জিলেটিন স্টিক চুরি করে এনেছিল। এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম পাউডার দোকান থেকে অল্প অল্প করে কিনেছিল। এর পাশাপাশি জিলেটিন স্টিক ৫ কিলো ও ১০ কিলো করে নিয়েছিল জঙ্গিরা৷ তদন্তকারী দলের আধিকারিকরা জানিয়েছেন, অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় ৭০ কিলোগ্রাম ও অ্যামোনিয়াম পাউডার স্থানীয় বাজার থেকে কেনা হয়েছিল। পুরো হামলাটাই খুব দক্ষতার সাথে ও প্ল্যান করে করা হয়েছিল। যার ফলে এতজন জওয়ান শহীদ হয়েছিলেন।

Related Articles

Back to top button