কবে থেকে আবার শুটিং শুরু হবে তাই নিয়ে চর্চা চলছিল অনেকদিন ধরেই। আজ থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সমস্যার জন্য আজ থেকে তা শুরু করা যায়নি। অবশেষে সমস্ত সমস্যার সমাধান হয়েছে। কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে সিরিয়ালের শুটিং। বুধবার মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক করা হয়। আর এই বৈঠকেই কাল থেকে শুটিং শুরু হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
মন্ত্রী অরুপ বিশ্বাস এদিন বলেন যে টালিগঞ্জে ৮৩ দিন ধরে কাজ হয়নি। কাল থেকেই কাজ শুরু হবে। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রোডিউসার গিল্ড, চ্যানেল ব্রডকাস্টার,ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের একত্র সিদ্ধান্তে বৃহস্পতিবার থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন যে টালিগঞ্জের সবাই পরিবারের মতো, এখানে কারও কথাও কাজ করতে গিয়ে কোনও অসুবিধে হলে সকলে মাইল সেটা সমাধান করার আবেদন তিনি জানিয়েছেন।
আর্টিস্ট ফোরামের সভাপতি শঙ্কর চক্রবর্তীও বলেন,“বিমা নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটা মিটে গিয়েছে। মন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই করা হয়েছে। এরপর আমারমনে হয় না কাজের ক্ষেত্রে কোনও অসুবিধার সৃষ্টি হবে।” আর্টিস্ট ফোরামের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় আবার বলেন যে টালিগঞ্জের পরিবার অনেক বড় পরিবার। আর বড় পরিবার হলে একটু মতপার্থক্য হতেই পারে। কিন্তু এখন সেসব মিটে গেছে। কাল থেকে কাজ শুরু হবার কোথাও তিনি জানান। কাল থেকে শুটিং শুরু হলে নতুন এপিসোড আসবে ১৫ জুন থেকে।