সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন অভিনেত্রী পায়েল রাজপুত৷ আরডিএক্স ১০০ ছবিতে একের পর এক বোল্ড দৃশ্যে অভিনয় করে বর্তমানে লাইমলাইট কেড়ে নিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী৷ তাঁর নতুন ছবি শঙ্কর ভানু নির্দেশিত ‘আরডিএক্স লাভ’-এও নায়কের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে পায়েলকে৷
তবে এবার সিনেমার পাশাপাশি নিজের মন্তব্যের জন্য লাইমলাইটে এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর ছবি ‘আরডিএক্স লাভ’-এর প্রচার করতে এসে সমস্ত ট্যাবু দূরে সরিয়ে সুরক্ষিত যৌনতা নিয়ে বোল্ড মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “সুরক্ষিত যৌনজীবনের জন্য সর্বদাই কন্ডোম ব্যবহার করা উচিত।
সুরক্ষিত যৌনজীবনের জন্য কন্ডোম ভীষণ গুরুত্বপূর্ণ৷” তিনি আরও বলেন, “ পিরিয়ড, গর্ভপাত ও সুরক্ষিত যৌনতা কোনটাই ঢেকে রাখার মতো বিষয় নয় ৷ বর্তমান প্রজন্মের উচিত এই সব বিষয়ে খোলাখুলি আলোচনা করা।”














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference