করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোর। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর জুটি নাদিম শ্রবন এর একটি স্তম্ভ। ৬৬ বছর বয়সে স্ত্রী এবং পুত্রকে রেখে চলে গেলেন শ্রবণ রাঠোর। তার মৃত্যুতে সভাপতি শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন এই জুটির আরেক স্তম্ভ নাদিম সাইফি। শ্রবণ এর মৃত্যুর পরে নাদিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার শ্রবণ আর নেই!”
বেশ কিছুদিন আগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রবণ রাঠোর। তার শরীরে একাধিক রোগ থাকার কারণে পরিস্থিতি বেশ কিছুটা জটিল ছিল। শুধু তিনি নন তার স্ত্রী এবং পুত্র আলাদা একটি হাসপাতালে রয়েছেন। তারা দুজনেই করোনাভাইরাস পজিটিভ। পুত্র সঞ্জীব রাঠোর নিজেও একজন সঙ্গীত পরিচালক।
নব্বইয়ের দর্শকের নাদিম সাইফি এবং শ্রবণ রাঠোর একসাথে নাদিম শ্রবন নামক একটি সংগীতপরিচালক জুটি হিসেবে কাজ করতেন। সাজান, সড়ক, পরদেশ এবং আশিকি এর মত বেশ কিছু ছবিতে এরা দুজন সঙ্গীত পরিচালনার কাজ করেছেন। কিন্তু টি – সিরিজ কর্ণধার গুলশান কুমারের মৃত্যুর পর এই জুটির যাত্রাপথ ভঙ্গ হয়ে যায়। গুলশানের মৃত্যুর অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ওঠে নাদিমের। তখন গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য তিনি ইংল্যান্ডে পালিয়ে যান।
শ্রবণ এর মৃত্যুর খবর পাওয়ার পর নাদিম নিজেও অত্যন্ত ভেঙে পড়েছেন। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, “এমনই এক পরিস্থিতির মধ্যে আছি যে তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না।। আমার ভাইকে শেষবারের মতো দেখতে পারলাম না। আমরা দুজনে একসাথে বড় হয়েছি। দুজনের যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। সে আর নেই।”