Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গর্ভবতী হবার পর আরও সুন্দরী হয়ে গিয়েছে শুভশ্রী, বললেন রাজ

কৌশিক পোল্ল্যে: নতুন অতিথি'র আগমন খুব শীঘ্রই ঘটতে চলেছে রাজ-শুভশ্রীর পরিবারে। সকলকে চমকে দিয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী'র দিন এই সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করে নেন টলিউডের সেলেব দম্পতি। যদিও করোনা…

Avatar

কৌশিক পোল্ল্যে: নতুন অতিথি’র আগমন খুব শীঘ্রই ঘটতে চলেছে রাজ-শুভশ্রীর পরিবারে। সকলকে চমকে দিয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী’র দিন এই সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করে নেন টলিউডের সেলেব দম্পতি। যদিও করোনা আবহে ‘আমফান’এর ক্ষয়ক্ষতিতে খানিক মনমরা হয়ে পড়েছিলেন শুভশ্রী, তবে তাকে হাসিখুশি রাখার সবরকম চেষ্টার কোনো ত্রুটি রাখেননি রাজ। বাইপাসের বিলাসবহুল ফ্ল্যাটেই আপাতত রয়েছেন দুজনেই।

বেবি-বাম্প থেকে উঁকি দেওয়া ছোট্ট প্রাণটির ভূমিষ্ঠ হওয়ার ধৈর্য্য ধরতে পারছেন না পরিচালক, স্ত্রী’র প্রতি তার সমস্ত ভালো লাগার অনুভূতিটুকু শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে উচ্ছসিত রাজ স্পষ্টই জানিয়ে দেন, গর্ভবতী হবার পর আরও অনেক সুন্দরী হয়ে গিয়েছে শুভশ্রী। উভয়ের একটি অসাধারন ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে তা ভাগাভাগি করে নিলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বামীর সঙ্গে স্নেহবন্ধনে আবদ্ধ শুভশ্রী যেন সাক্ষাৎ পরিণীতা। পোস্টে সাধারন মানুষ থেকে শুরু করে অভিনেত্রী সোহিনী সরকার, পার্ণো মিত্র সহ আরও একগুচ্ছ তারকারা এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ জানিয়েছেন লকডাউনের মধ্যেই আসতে চলেছে তাদের নতুন সদস্য তবে এখনও কতটুকু দেরির অপেক্ষা করতে হবে সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

লকডাউন শুরু হওয়ায় বন্ধ রইল রাজের প্রযোজনার নির্মিয়মান বেশ কিছু ছবির শ্যুটিং, সেই সঙ্গে ‘ধর্মযুদ্ধ’ ছবিটিও মুক্তির অপেক্ষায়। পাশাপাশি ঘরোয়া প্রযোজনা ছাড়াও বেশ কয়েকটি অন্য ধারার ছবিতে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন শুভশ্রী, যেগুলির নির্মাণের কাজ আপাতত স্থগিত রয়েছে।

About Author