পাঞ্জাব : আগামী ১২ নভেম্বর শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে কার্তারপুর করিডরের উদ্বোধন করবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই করিডর দিয়ে খুব সহজেই যাওয়া যাবে পবিত্র দরবার সাহিব গুরুদ্বারে। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একদা খেলার মাঠের সতীর্থ, প্রিয় বন্ধু কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে আমন্ত্রণ জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
তবে সিধু জানিয়েছেন, সরকারি ছাড়পত্র মিললে তবেই তিনি যোগ দেবেন এই অনুষ্ঠানে। এমনকি অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠিও লেখেন প্রাক্তন ক্রিকেটার এই কংগ্রেস নেতা। কেন্দ্রের তরফে সেই চিঠির কোন উত্তর দেওয়া হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার কার্তারপুর করিডরের উদ্বোধনকে ঐতিহাসিক আখ্যা দিয়েও সিধুর চিঠির ব্যাপারে নিরুত্তর থাকেন।
আরও পড়ুন : তীর্থযাত্রীদের নিয়ে ভোলবদল পাকিস্তানের, কার্তারপুরে লাগবে পাসপোর্ট
তিনবার আবেদন করার পরও চিঠির উত্তর না পেয়ে ক্ষুব্ধ প্রাক্তন এই মন্ত্রী। কেন্দ্র সরকারের অনুমতি না পেলে অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েও বিদেশ মন্ত্রকের কাছ থেকে তার চিঠির পরিষ্কার উত্তর চেয়েছেন তিনি।