Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিও ও ফেসবুকের গুরুত্বপূর্ন চুক্তি, জেনে নিন ৭ টি বড় তথ্য

ফেসবুক ইনক জিও প্ল্যাটফর্মের প্রায় ১০ শতাংশ শেয়ার গ্রহণ করবে ফেসবুক। বিলিনেয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল প্রযুক্তি বাহিনী ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে এই চুক্তি সাক্ষরিত হয়েছে বলে…

Avatar

ফেসবুক ইনক জিও প্ল্যাটফর্মের প্রায় ১০ শতাংশ শেয়ার গ্রহণ করবে ফেসবুক। বিলিনেয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল প্রযুক্তি বাহিনী ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে এই চুক্তি সাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে উভয় সংস্থা।

জেনে নিন ফেসবুক-জিও চুক্তিটির বিভিন্ন দিক:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. জিও-র সাথে অংশীদারিত্বের ফলে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ ভারতে তার বিস্তারকে আরও বাড়িয়ে তুলবে। ভারত চীনের পরে দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট বাজার, যা অনলাইনে পেমেন্ট এবং ই-বাণিজ্যকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেবে।

২. ভারতে ইতিমধ্যে প্রায় ২৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। এই চুক্তির ফলে ভারতে তারা একটি সু-সংযুক্ত মিত্র পেয়ে যাচ্ছে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ একটি ডিজিটাল অর্থ প্রদানের পরিষেবা চালু করার চেষ্টা করছে।

৩. এই চুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট লিভারেজ হোয়াটসঅ্যাপকে রিলায়েন্সের ই-কমার্স মার্কেটপ্লেস জিও-মার্টের সাথে অংশীদার করতে সহায়তা করবে। যা ক্ষুদ্র ব্যবসায়ীকে গ্রাহকদের সাথে সংযুক্ত করবে।

৪. ভারত হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিসের পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠলে জুকারবার্গ আলাদাভাবে লিব্রা নামক তাঁর ক্রিপ্টো-মুদ্রা প্রকল্পের বাজার তৈরিতে নজর দেবেন।

৫. ৬৩ বছর বয়সী মুকেশ আম্বানির জন্য, প্রযুক্তি জায়ান্টের সাথে এই চুক্তি এমন সময়ে হচ্ছে যখন তার সংস্থা করোনা ভাইরাস মহামারীর প্রভাব এবং অপরিশোধিত তেলের চাহিদা হ্রাসের সাথে লড়াই করছে।

৬ ফেসবুকের সাথে কাজ করা মুকেশ আম্বানির উচ্চাভিলাষকে উৎসাহিত করবে। যা তাকে এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা দিতে পারে।

৭. এই চুক্তি রিওলিয়েন্সকে তার বকেয়া ঋণ মেটাতে সহায়তা করবে। জিও ইনফোকম টেলিযোগাযোগ ব্যবসায় শীর্ষস্থান অর্জনের জন্য যা তাকে ব্যয়বহুল ধাক্কা দিয়ে গেছে।

About Author