Today Trending Newsদেশনিউজপলিটিক্স

দেশে তেলের দাম না কমিয়ে কংগ্রেস সরকারকে ফেলতে ব্যাস্ত মোদী, কটাক্ষ রাহুলের

Advertisement

কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি ট্যুইট আক্রমণে অভিযোগ করেছেন যে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘মধ্যপ্রদেশের নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলতে ব্যস্ত হয়ে উঠেছে।’ একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর দফতরকে বিশ্বব্যাপী তেলের দামের পতনের সুবিধা উপভোক্তাদের কাছে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে পদত্যাগ করার একদিন পর ট্যুইটের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে তিনি ট্যুইটে লেখেন, ‘আপনি যখন নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলতে ব্যস্ত হয়ে উঠেছেন, তখন আপনি বিশ্বব্যাপী তেলের দামের ৩৫ শতাংশ হ্রাস লক্ষ্য করেননি। আপনি কি দয়া করে পেট্রোলের দামকে লিটার প্রতি ৬০ টাকার নিচে রেখে ভারতীয়দের উপকার করতে পারবেন? হোঁচট খাওয়া অর্থনীতির উন্নয়নে সহায়তা করতে পারবেন?’

আরও পড়ুন : পুরসভায় বিজেপির মুখ শোভন, জেপি নাড্ডার সঙ্গে ফোনে কথা প্রাক্তন মন্ত্রীর

সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সিন্ধিয়ার এই পদক্ষেপ নিয়ে বিজেপিকে ক্রমাগত আক্রমণ করে চলেছে কংগ্রেস।আসামের পার্টির সংসদ সদস্য গৌরব গগৈ বলেন যে, বিজেপি অর্থনৈতিক বিষয়ে আগ্রহী নয়। এ প্রসঙ্গে বুধবার গগৈ বলেন, ‘অর্থনৈতিক সঙ্কটের সময়ে বিজেপির অগ্রাধিকার হ’ল স্থিতিশীল সরকারকে পতন করা। কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে, ভারতীয় জনতা পার্টি অর্থনৈতিক বিষয়ে আগ্রহী নয়। কর্ণাটকে বিজেপি কী করেছে তা আমরা দেখেছি, বিজেপিকে মধ্যপ্রদেশের মানুষ চাইলে তাদের ভোট দিতেন।’

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে দেওয়া পদত্যাগপত্রে সিন্ধিয়া লিখেছিলেন, ‘আমার লক্ষ্য ও উদ্দেশ্য এখনও একই রয়েছে। আমার রাজ্য ও দেশের জনগণের সেবা করাই আমার প্রথম লক্ষ্য। এই দলের মধ্যে থেকে আমি যা করতে পারিনি।’

Related Articles

Back to top button