দেশনিউজ

ভারত থেকে খুব শীঘ্রই বিদায় নেবে করোনা, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Advertisement

মানুষের মনে এখন তীব্র আতঙ্ক তৈরী হয়েছে। করোনার প্রভাবে ত্রস্ত দেশ সহ গোটা দুনিয়া। ভারতের পাশাপাশি বিশ্বে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথেই রয়েছে মৃত্যু মিছিল। মানুষের মনে এখন একটাই প্রশ্ন কবে এই মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি মিলবে? কবে আবার আগের মতো সব কিছু হয়ে যাবে?

সারা বিশ্বের গবেষকরা পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এবার সিঙ্গাপুরের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। যা একটু হলেও মনে শান্তি যোগাবে। সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী করোনা খুব শীঘ্রই ভারত থিওকে বিদায় নেবে। এর আগেও এই বিশ্ববিদ্যালয় স্পেন, ফ্রান্সের উপর গবেষণা করেছিল। সেই গবেষণাতে তাঁদের তথ্য কার্যকর হয়েছিল বলে জানা গেছে।

তাহলে ভারত থেকে কবে বিদায় নেবে করোনা? সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিজাইন আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে গবেষণা করে। সেই গবেষণার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মনে করছেন ২০ মে নাগাদ ভারত থেকে বিদায় নিতে পারে মারণ ভাইরাস করোনা। আসতে আস্তে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে ভারতে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

Related Articles

Back to top button