গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

কলকাতা: আবারও গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, শিল্পীর ফুসফুসে সংক্রমণ রয়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ রবিবারই কোভিড টেস্ট হতে পারে শিল্পীর। জানা গেছে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতায় ভুগছেন তিনি। শনিবার শারীরিক অবস্থার বিশেষ মাত্রায় অবনতি হয়। কমে যায় রক্তচাপ। এরপরকেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

এর আগে চলতি বছরের জুলাই মাসেও একবার অসুস্থ হন নির্মলা মিশ্র। সেই সময় নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তার আগে ২০১৮ সালেও অত্যন্ত অসুস্থ হয়েছিলেন এই শিল্পী। যার জেরে তখনও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। যদিও দু বারই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান নির্মলা মিশ্র।

বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম শিল্পী নির্মলা মিশ্র। ‘শ্রী লোকনাথ’ ছবিতে গান গাওয়ার মধ্যে দিয়ে তাঁর কণ্ঠের সঙ্গে প্রথম পরিচিত হন শ্রোতারা। তারপর থেকে ‘স্ত্রী’, ‘অভিনেত্রী’, ‘অনুতাপ’ সহ বিভিন্ন ছবিতে শোনা গিয়েছে তাঁর গান। তাঁর গাওয়া ‘ও তোতা পাখিরে’ বা ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ দর্শকদের কানে আজও বাজে। স্বভাবতই প্রিয় শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। উদ্বেগ ছড়িয়েছে শিল্পীমহলেও। শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর শোতা ও অনুরাগীরা।