দেশনিউজ

আগামী বছরেই ভারতে চলে আসবে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন, দাবি সিরাম ইনস্টিটিউট প্রধানের

Advertisement

নয়াদিল্লি: দেশের মধ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অন্তত এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও কবে ভারতের বাজারে করোনা ভ্যাকসিন আসবে, তা নিয়ে এখনও সন্দিহান রয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ইতিমধ্যেই দাবি করেছেন যে, আগামী বছরের শুরুতেই ভারতের হাতে একাধিক করোনা ভ্যাকসিন চলে আসবে। আর এবার খানিকটা হর্ষবর্ধনের দাবিতে সম্মতি জানালেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদার পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন আগামী বছরেই ভারতের হাতে চলে আসবে।

অক্সফোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, আগামী সপ্তাহের শুরুতেই মানবদেহে প্রয়োগ করা হবে বহু প্রতীক্ষিত এই করোনা ভ্যাকসিন। আর এই খবর প্রকাশ্যে আসতেই আশায় বুক বেঁধেছে গোটা বিশ্ব। এই করোনার ভ্যাকসিন তৈরিতে সাহায্য করছে ভারতের শিরা। ইনস্টিটিউট ভারতের হাতে তবে এই ভ্যাকসিন আসবে এমন প্রশ্ন করা হলে সংস্থার প্রধান বলেন, ‘আমরা যদি জরুরিভিত্তিতে অনুমোদনের জন্য আবেদন না করি তা হলে আমাদের ট্রায়াল ডিসেম্বরেই শেষ হওয়া উচিত। তারপরই আমরা তা ভারতে আনতে পারি। যদি ব্রিটেন আরও দু’সপ্তাহ তাদের গবেষণা চালিয়ে যায় এবং সেই সঙ্গে তারা যদি  নিশ্চিত হয় যে এটা নিরাপদ, তা হলে তার দু’তিন সপ্তাহ পরে আমরা জরুরিভিত্তিতে অনুমোদন দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে পারব।’

প্রসঙ্গত, অক্সফোর্ডের এই বহু প্রতীক্ষিত ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালের স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হলে তিনি মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও ব্রাজিলের এই ঘটনার সত্যতা স্বীকার করেনি ব্রিটেন। বরং ট্রায়াল শেষ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় তদারকি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকা। সেই একইভাবে কোনও বাধা না পেয়ে চলতে থাকে তাহলে হিসাব বলছে আগামী বছরেই ভারতে চলে আসবে এই ভ্যাকসিন। এখন হিসাব মেলে কিনা, সেটাই দেখার।

Related Articles

Back to top button