মাত্র কয়েকদিন হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হয়েছেন। দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা আসছে। এরই মাঝে উঠে এলো এক চাঞ্চল্যকর খবর। “সৌরভ চাইলে আরো অনেক বছর আগেই বোর্ডের সভাপতি হতে পারত” বক্তা বর্তমান আইসিসি এর চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এর ব্যাখ্যা চাইতে তিনি বলেন।
সৌরভ আমার ভাইয়ের মতো। যখন ও অবসর নেয় তখনই আমি বলেছিলাম তোমার কাছে সুযোগ আছে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার কিন্তু তখন এই চ্যালেঞ্জটা ও নেয়নি যেকোনো কারণেই হোক। সৌরভ অত্যন্ত চালাক ও বুদ্ধিমান ক্রিকেটার এবং ওর নেতৃত্বের ক্ষমতা সকলেরই জানা। ও যদি তখন বোর্ডর দায়িত্ব নিতো তাহলে ভারতীয় বোর্ডকে এ দুরাবস্থার মধ্য দিয়ে যেতে হতো না, কোনো লোধা কমিশন হতো না, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করারও দরকার হত না। এই সব কিছুকেই প্রতিহত করতে পারতো সৌরভ। যাইহোক দশ মাস সময় পাচ্ছে সৌরভ এবং এই সময়ের মধ্যেই ও তার ছাপ ছেড়ে যাবে বোর্ডে। ওর অনেক নতুন নতুন ভাবনা দেখতে পাবে ভারতীয় ক্রিকেট।
আইসিসির বকেয়া প্রসঙ্গে তিনি বলেন “এ ব্যাপারে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে সৌরভ কে। আমি নিজে ওর সাথে কথা বলব। আমি মনে করি ও যা বুদ্ধিমান, যুক্তি দিয়ে বোঝালে নিশ্চয়ই বুঝবে এবং সৌরভ কে বলবো, যেনো কোনো প্ররোচনার ফাঁদে পা না দেয়”