টেক বার্তা

Mobile Tips: মোবাইলে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন থেকে নিষ্কৃতি পেতে চান? করে ফেলুন এই ছোট্ট কাজ

আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য স্মার্টফোনের এমন একটি সেটিংস নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজে আপনি অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পেতে পারেন।

Advertisement

আধুনিক যুগের অংশ হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন একটি অতি প্রয়োজনীয় দ্রব্য হয়ে উঠেছে। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না, যে পরিবারে অন্তত একটি মোবাইল ফোন নেই। তবে ২০১৬ সালে ভারতের বাজারে রিলায়েন্স জিও-র আগমনের ফলে কি-প্যাড ফোনের প্রচলন একেবারে উঠে গেছেই বললে চলে। বেশিরভাগ মানুষ বর্তমানে স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। তবে সবার হাতে স্মার্ট ফোন থাকলেও অনেকেই স্মার্টফোনের সঠিক ব্যবহার জানেন না।

হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে কত কিছু যে করা সম্ভব, সে সম্পর্কে ধারণা নেই বেশিরভাগ মানুষের। তবে এই স্মার্টফোনের সবচেয়ে বড় অসুবিধা হলো এর অ্যাপ্লিকেশনের ব্যবহার। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে যে কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলেই আপনি দেখতে পাবেন হাজার রকম বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ওই অ্যাপ্লিকেশনে।

আর এই অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সহজেই মানুষকে অস্বস্তিতে ফেলছে। বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় খুঁজলেও সঠিক তথ্যের অভাবে আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য স্মার্টফোনের এমন একটি সেটিংস নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজে আপনি অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পেতে পারেন। কিভাবে করবেন এই সেটিংস? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. এর জন্য আপনাকে প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে যেতে হবে এবং গুগলের অপশনে ক্লিক করতে হবে।
২. এরপর ম্যানেজ গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে আপনি ডেটা এবং প্রাইভেসির অপশনটি দেখতে পাবেন।
৩. এরপর নীচে স্ক্রোল করলে Personalized Ads-র অপশনটি আপনার সামনে প্রদর্শিত হবে।
৪. Personalized Ads অপশনের নীচে আপনি My Ads Centre বিকল্পটি দেখতে পাবেন।
৫. সর্বশেষে আপনি My Ads Centre অপশনে ক্লিক করলে Personalized Ads অপশনটি OFF করে দিন। আর এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনি চিরতরে অহেতুক বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি পেতে পারবেন।

Related Articles

Back to top button