এক চার্জে চলবে ১০০ কিমি, মাত্র ৩৮ হাজার টাকায় পাবেন ‘মেড ইন ইন্ডিয়া’র ই-বাইকটি

Advertisement

Advertisement

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। এছাড়া আজকালকার দিনে ভারতের বাজারে লঞ্চ করেছে বেশ কয়েকটি ইলেকট্রিক সাইকেল বা ই বাইক।

বেশ কয়েকটি কোম্পানি বর্তমানে ভারতের বাজারে এই ই-বাইক সেক্টরে প্রায় নিত্যদিন নতুন নতুন প্রোডাক্ট আনছে। তবে সবার মাঝে একটি কোম্পানি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে যার নাম Smartron। এই কোম্পানি অতিসম্প্রতি ভারতের বাজারে তাদের দ্বিতীয় ইলেকট্রিক বাইক tbike OneX লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের লঞ্চ করার নতুন ইলেকট্রিক বাইক ডেলিভারি এবং রাইড শেয়ারিং বাজারে বিপ্লব ঘটাতে পারে। এমনকি ওই কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জানিয়েছেন যে এই নতুন ই-বাইকের জন্য তাঁদের কোম্পানি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।

এবার চট করে দেখে নিন কোম্পানির লঞ্চ করা নতুন ই বাইকের পারফরম্যান্স সম্বন্ধে। জানা গিয়েছে নতুন এই ইলেকট্রিক বাইকের টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ই বাইকটি এক চার্জে ১০০ কিলোমিটার অব্দি যেতে পারে। এই স্মার্টবাইকে অনবোর্ড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির তরফে জানানো হয়েছে এই ই বাইকের ফ্রেমের ওপর আজীবন গ্যারেন্টি দেবে তারা। এছাড়া এই ই বাইকে ম্যাগনেসিয়াম হুইল ব্যবহার করা হয়েছে।

জানিয়ে রাখা ভাল, tbike OneX বাইকটি প্রধানত B2B বা বিজনেস টু বিজনেস মডেলের কথা ভেবে বানানো হয়েছে। ডেলিভারি বাইক এবং রাইড শেয়ারিং বাইক হিসাবে ব্যবহারের জন্য বানানো হয়েছে এই ই বাইক। এছাড়া সবচেয়ে বড় কথা, এই Smartron কোম্পানি ভারতীয়। এই নতুন ই বাইকের প্রত্যেকটি পার্টস ও পুরো বাইক ভারতে তৈরি করা হচ্ছে। বলা যেতে পারে, পারফেক্ট “মেড ইন ইন্ডিয়া” প্রোডাক্ট। তবে এই প্রোডাক্ট শুধুমাত্র ভারতের বাজারে সীমাবদ্ধ নেই। এই ই-বাইক আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন জায়গায় বিক্রি হবে। ভারতীয় মূল্যে এই ইলেকট্রিক বাইকের দাম মাত্র ৩৮ হাজার টাকা। তবে আন্তর্জাতিক মার্কেটে এর দাম সম্বন্ধে এখনও সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

Recent Posts