নিউজরাজ্য

পশ্চিমবঙ্গে এই জেলায় নিষিদ্ধ হল ধূমপান!

Advertisement

পশ্চিম বর্ধমান হতে চলেছে রাজ্যের তৃতীয় ‘ধূমপানমুক্ত জেলা’। শুক্রবার পশ্চিম বর্ধমানকে ‘ধূমপানমুক্ত জেলা’ হিসেবে ঘোষণা করা হল। গতকাল, শুক্রবার জেলাশাসক শশাঙ্ক শেঠি এই ঘোষণা করছেন। জেলাশাসক শশাঙ্ক শেঠি জানান, ‘‘দার্জিলিং, হাওড়ার পরে রাজ্যের তৃতীয় জেলা হিসেবে পশ্চিম বর্ধমানে প্রকাশ্যে ধূমপান বন্ধ করার প্রক্রিয়া শুরু হল।

“তিনি আরও বলেন, “জেলার ৮০ শতাংশ এলাকায় প্রকাশ্যে ধূমপান করা যাবে না। কোনও শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে বিক্রি করা যাবে না কোনো তামাক জাতীয় সামগ্রী। এই নিষেধাজ্ঞা ঠিকমত পালন হচ্ছে কিনা  তা দেখবেন এক জন নোডাল অফিসার। এই নিষেধাজ্ঞাগুলি পালন না করলে আইন অনুযায়ী দু’শো টাকা জরিমানা করা হবে। ” কোন কোন এলাকায় ধূমপান করা যাবে না, তা প্রচার করে জনসাধারণকে বোঝাবে প্রশাসন।

Related Articles

Back to top button