সারা দেশজুড়ে চলছে লকডাউন। টানা ২১ দিনের এই লকডাউনে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না। নিজেদের গাড়ি করে ঘুরতেও পারছেন না। বাড়িতে গাড়ি, স্কুটার গুলোতে নোংরা জমছে। এবার এই স্কুটারেই ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা। স্কুটারের মধ্যে রয়েছে এক বিশাল সাপ! স্কুটারের সামনে যাওয়াতেই সেই সাপ মুখ বের করে।
গাড়ির মালিক এই দৃশ্য দেখে ভয় পেয়ে খবর দেন সাপ উদ্ধারকারীদের। সাপটিকে উদ্ধার করতে এসে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে উদ্ধারকারীদের। সাপটিকে শান্ত করতে অনেক কষ্ট করতে হয়েছে। তারপর সেটিকে উদ্ধার করা গেছে। এই সাপ উদ্ধারের ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ।
ভিডিওটি ১৬ সেকেন্ডের রয়েছে। ২৯ মার্চ শেয়ার করা হয়েছে, প্রায় ১৬ হাজার মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। প্রচুর লাইকস ও কমেন্টস ও এসেছে। তবে এই ভিডিও কোন জায়গার এবং কবেকার সেটা জানা যায়নি।
ভিডিওটি দেখে নিন:
Once the lockdown is over & you want to use the vehicle, be sure that a reptile or bird has not made it’s transit house in side the vehicle? pic.twitter.com/deZq8xEoUF
— Susanta Nanda IFS (@susantananda3) March 29, 2020