আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আসতে চলেছে বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাতে ভিলেন অর্থ্যাৎ অসুর হলেন বৃষ্টি। কিছুতেই থামছে না এই বৃষ্টি। কাল বাদ পরশু মহালয়া কিন্তু এদিকে বৃষ্টির কারনে বাতিল হয়েছে প্যান্ডেল ও ঠাকুর তৈরির কাজ। মাথায় হাত পড়েছে ডেকোরেটর থেকে মৃৎশিল্পীদের।
এদিকে পুজোর সময় বরাবরেই ঝুঁকে থাকেন ব্যবসায়ীরা। কারন বছরের এই সময়েই তাদের বিক্রি সবচেয়ে বেশি হয়। কিন্তু পুজোর মুখে এই বৃষ্টির কারনে মার খাচ্ছে দোকানদাররা। খদ্দের পাতি নেই, কিভাবে চলবে সংসার? সেটাও ভাবাচ্ছে তাদের।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকালের মতো আজকেও সারাদিন ভারী বৃষ্টিপাত হবে। আর এখন বেশ কিছুদিন চলতে থাকবে। কিন্তু কবে থামবে এই বৃষ্টি, সেব্যাপারে তারা কিছু জানায়নি। শেষমেষ যাইহোক এবারের পুজোটা বাঙালিদের কাছে ‘ফ্লপ শো’।