সুরজিৎ দাসঃ ডার্বির বাকি আর প্রায় ৭২ ঘন্টা তার আগেই উত্তাপ ছড়াচ্ছে শহর জুড়ে। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে মেট্রোর আড্ডা সব জায়গা তেই ঢুকে পড়ছে ডার্বির প্রসঙ্গ। আসলে মরশুমের প্রথম ডার্বি বলে কথা টিকিট বাজারে আসার ৪৮ ঘন্টার মধ্যে ইস্টবেঙ্গল গ্যালারীর টিকিট শেষ এটাই বলে দিচ্ছে ডার্বির উত্তেজনা। এই প্রথমবার ডার্বিতে লাগতে চলেছে স্পানিশ ছোঁয়া কোচ থেকে শুরু করে ফুটবলার সব স্লটেই দুই প্রধানে স্পানিশদের ছড়াছড়ি। গত মরশুমে ডার্বি জিততে পারে নি মোহনবাগান তিনটি ডার্বির দুটি তেই জেতে ইস্টবেঙ্গল অপর একটি ম্যাচ ড্র হয় তাই এবার জয়ের সরণী তে ফিরতে মরিয়া মোহনবাগান।
তবে আগামী ১লা আগস্ট গোটা টাই স্পানিশ লড়াই হতে চলেছে একদিকে আলেহান্দ্রোর কোচিং এ ইস্টবেঙ্গল অপরদিকে কিবু ভিকুনার মোহনবাগান, স্ট্রাইকিং এ স্পানিশ মার্কোসের মুখোমুখি হবে তারই স্বদেশীয় সালভা চামোরো এছাড়াও বেইতিয়া-কোলাডো, মোরান্তে-মার্তি ডুয়েল তো থাকবেই। তবে এই ডার্বির ব্যান্ডমাস্টার হতে পারেন হাইমে সান্টোস কোলাডো তরুণ এই স্পানিশ গত মরশুমে জাল কাপিয়ে ছিলো মোহনবাগানের এই মরশুমের শুরু থেকেই আলাদা ফর্মে দেখা যাচ্ছে তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত লাগছে তাকে। তার শরীর মোচড়ানো ড্রিবল ও গতিময় স্কিলের সামনে মোহন ডিফেন্সের কার্যত পরীক্ষা সেদিন। মোহন কোচ কিবুর চিন্তায় দলের ফিটনেস সমস্যা ৬০ মিনিটের পর গোটা দল দাঁড়িয়ে যাচ্ছে এছাড়াও আছে নড়বড়ে ডিফেন্সের চিন্তা তার সাথে যুক্ত হচ্ছে অচেনা ফুটবলার মার্কোসের ভয়।
কলকাতা ময়দানে মার্কোস এর আগে নামলেও সেদিনের পরিস্থিতি একদমই ভালো ফুটবলের অনুকূল ছিলো না কিন্তু ডার্বি হবে যুবভারতীতে তাই মাঠের সমস্যা থাকবে না সেইকারণে মার্কোসের জন্য বাড়তি হোমওয়ার্ক করতেই হবে কিবু ভিকুনা কে। ডার্বিতে নজর থাকবে পিন্টুর দিকেও গত মরশুমে মোহন জার্সি গায়ে নায়ক হয়ে গেছিলেন এইবারে একদম মোহনবাগানের বিপরীতে ম্যাচ তাই তাকেও নিজেকে প্রমাণ করার বাড়তি চ্যালেঞ্জ থাকবে। তাই ৭২ ঘন্টা আগে থেকেই বাংলার সমস্ত ফুটবল প্রেমীর চোখ সল্টলেকের সবুজ গালিচার দিকে।