নিউজরাজ্য

রাজ্যের বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়?

Advertisement

করোনায় জর্জরিত গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার। তবে লকডাউনের ফলে বিপুল অর্থনৈতিক ক্ষতি ঘটে চলেছে। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যার সমাধানে নতুন একটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক ডাকেন তিনি।

করোনা সংক্রমণের ওপর ভিত্তি করে আগেই রাজ্যের বিভিন্ন অঞ্চলকে তিনভাগে ভাগ করা হয়েছিলো। যেগুলি হলো – গ্রীন, অরেঞ্জ এবং রেড জোন। তবে লকডাউনের মাঝে অর্থনীতিকে পুনরায় সচল করতে রেড জোনেও কিছু ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যে রেড জোনকে তিনভাগে ভাগ করার চিন্তাভাবনা করা হচ্ছে। যেগুলি হবে A,B এবং C জোন। তবে A জোনে লকডাউন সম্পূর্ণ বজায় থাকবে। অন্যদিকে B জোনে সোনা, ইলেকট্রনিক্সের দোকান, বিভিন্ন খাবারের দোকান এবং C জোনে আরও কিছু ছাড় দেওয়া হবে।

জানা গেছে, এই ছাড় মিলবে দুটি দফায়। প্রথম দফা আগামীকাল এবং দ্বিতীয় দফা ২১শে মে থেকে প্রযোজ্য হবে।

মুখ্যমন্ত্রী অন্যান্য যেসব ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আসুন জেনে নিই –

১. সিনেমা জগতের কাজ সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু করা যাবে। তবে শ্যুটিং নয়, শুধুমাত্র ডাবিং, মিক্সিং এবং এডিটিং এর কাজ করা যাবে।

২. সামাজিক দূরত্ব এবং সতর্কতা মেনে গ্রীন জোনে চালানো যাবে বাস, ট্যাক্সি। কিন্তু কনটেনমেন্ট জোনে কি করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

৩. বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় তাঁতের হাট, খাদি, বিশ্ববাংলা হাট খোলার অনুমতিও মিলেছে।

৪. কিছু কিছু গ্রামের নির্মাণকাজ অসমাপ্ত রয়ে গেছে, সাবধানতা মেনে সেগুলি চালু করা যাবে।

৫. বিড়়ি শিল্পের ক্ষেত্রে ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করা এবং চা শিল্পেও দেওয়া হয়েছে সামান্য ছাড়।

৬. ১০০ দিনের প্রকল্পে শ্রমিকদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে প্রয়োজন পড়লে।

৭. এছাড়া স্থানীয় ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তায় সবার মুখে মাস্ক রয়েছে কি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে।

শুধু তাই নয় শিক্ষকদের বেতন ও পেনশন নিয়েও ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, যতদিন সম্ভব শিক্ষকদের বেতন দেওয়া হবে। অন্যদিকে জয় বাংলা স্কিমের আওতায় জুন ও জুলাই মাসের পেনশনও দেওয়া হবে। সাথে কৃষকদের সুবিধার্থে ১১ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডও দেওয়া হবে বলে জানা গেছে।

Related Articles

Back to top button