Categories: রাজ্য

শিয়ালদহ স্টেশনে কাজ শুরু, লক্ষ লক্ষ যাত্রীর মাথায় হাত, কোন কোন ট্রেনের রুট বদল

শিয়ালদহ স্টেশনে এই মুহূর্তে ১২ কোচের ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে

Advertisement

Advertisement

এবারে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মে শুরু হবে ১২ কোচের ট্রেন চলাচল। ইতিমধ্যেই এই কাজের জন্য ৬ জুন রাত বারোটা থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল ওয়ে। এই লাইনে মেইন, নর্থ, এবং ডানকুনি লাইনে লোকাল ট্রেন সহ বেশ কিছু ট্রেন বন্ধ থাকবে এই দিন। জানা গিয়েছে বনগাঁ, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবরা, দত্তপুকুর, বারাসাত এবং মধ্যমগ্রাম লোকালের ট্রেনগুলো দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আবার আপে ফিরে আসবে। বাকিতে ট্রেন যাবে না। মেন শাখার, শিয়ালদহ ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত, রানাঘাট, শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, বর্ধমান এবং কাটোয়া লাইনের ট্রেন দমদম পর্যন্ত চলবে। অন্যদিকে ডানকুনি শাখা শিয়ালদহ ডানকুনি এবং বারুইপাড়ার ট্রেন দমদম পর্যন্ত যাবে।

Advertisement

এক্সপ্রেস ট্রেনের কি খবর?

Advertisement

ভারতীয় রেলওয়ে তরফ থেকে জানা গিয়েছে এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে কোন এক্সপ্রেস ট্রেন যাবেনা। সমস্ত এক্সপ্রেস ট্রেন কলকাতা স্টেশনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও লালগোলা প্যাসেঞ্জার কলকাতা স্টেশন থেকে ছাড়বে। লালগোলা মেমু ছাড়বে দমদম জংশন থেকে। হঠাৎ শিয়ালদহ স্টেশনে এই মুহূর্তে কোনরকম লালগোলা ট্রেন চলছে না। শুধুমাত্র রানাঘাট লালগোলা লোকাল তার সঠিক গন্তব্যে চলবে। রানাঘাট থেকে ছাড়বে এবং রানাঘাটে আবারো ফিরে আসবে।

Advertisement

কোন স্টেশন থেকে কোন ট্রেন হচ্ছে বাতিল?

বারাসাত থেকে যে সব ট্রেন বাতিল থাকছে

আপ: 33651, 33613, 33823

ডাউন: 33822, 33896, 33628, 33854, 33686, 33856

দমদম ক্যান্টনমেন্ট

আপ: 33813, 33817, 33653, 33515, 33615, 33617, 33521, 33827, 33659, 33525, 33895, 33841, 33843, 33847, 33621, 33851, 33685, 33445।

ডাউন: 33814, 33612, 33818, 33616, 33618, 33620, 33682, 33524, 33660, 33530, 33844, 33846, 33626, 33850, 33664, 33538

দমদম জংশন

আপ: 32213, 31613, 32215, 33513, 32219, 31515, 31819, 33517, 31517, 33433, 32227, 31519, 32231, 31621, 33657, 33523, 31917, 33831, 31523, 31427, 32411, 32237, 31237, 31833, 31431, 31529, 31433, 31835, 32243, 31533, 32245, 31841, 31927, 31843, 31929, 32249, 31447

ডাউন: 31412, 33512, 33432, 32214, 31514, 31914, 31516, 32220, 31616, 31916, 33654, 31520, 33828, 33436, 33622, 31522, 32232, 31242, 33656, 31430, 33438, 33528, 32412, 32238, 31152, 33662, 31924, 31112, 32246, 31534, 31240, 31634, 31926, 32250, 31528

কল্যানী স্টেশন

আপ: 31191, 31311, 31313, 31315, 31317, 31319, 31323, 31325, 31329, 31331, 31333, 31335, 31337, 31339, 31341

ডাউন: 31312, 31314, 31316, 31318, 31320, 31322, 31324, 31328, 31330, 31331, 31334, 31336, 31338, 31192

০৭.০৬.২৪

১২৯৮৭/১২৯৮৮ শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস, ১৩১৪৯/১৩১৫০ শিয়ালদা-আলিপুরদুয়ার জং-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস থাকছে বাতিল।

০৮.০৬.২৪ ১২৩৮৩/১২৩৮৪ শিয়ালদা-আসানসোল- শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ১২৯৮৭/১২৯৮৮ শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস, ১৩১৬৩/১৩১৭০ শিয়ালদা-সাহর্সা-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, ১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদা-বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস,
০৯.০৬.২৪

১২৯৮৭/১২৯৮৮ শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস, ১৩১৬৩/১৩১৭০ শিয়ালদা-সাহর্সা-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, ১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদা-বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস থাকছে বাতিল।

Recent Posts