Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কে ছিলেন এই দাদাভাই নওরোজি? আজ তাঁর ১৯৪ তম জন্মদিন, উপলক্ষে রইলো কিছু অজানা তথ্য

1825 সালে মতান্তরে 1826 সালে 4 সেপ্টেম্বর বোম্বে পার্সী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। যদিও তাদের পরিবার সাধারণভাবে গুজরাতি ভাষাতেই কথা বলতেন। 1855 সালে তিনি ইংল্যান্ডে যান এবং পরবর্তী বছর ইউনিভার্সিটি…

Avatar

1825 সালে মতান্তরে 1826 সালে 4 সেপ্টেম্বর বোম্বে পার্সী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। যদিও তাদের পরিবার সাধারণভাবে গুজরাতি ভাষাতেই কথা বলতেন। 1855 সালে তিনি ইংল্যান্ডে যান এবং পরবর্তী বছর ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে গুজরাটি ভাষা বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন।

লন্ডনের প্রবাস জীবনে তিনি রাজনীতির সাথে গভীরভাবে জড়িয়ে পড়েন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন এবং ভারতবর্ষের সমস্যাদি ইংরেজি সামনে তুলে ধরার অভিপ্রায় থেকে অন্যদের সহযোগিতায় গড়ে তোলেন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1869 সালে তিনি স্বদেশে ফিরে আসেন। দাদাভাই নওরোজি 1885 সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশনে যোগ দেন। পরে তিনি ইংল্যান্ডে যান এবং 1892 সালের নির্বাচনের মধ্যে উদারনৈতিক দলের সদস্য হিসেবে পার্লামেন্টে নির্বাচিত হন। 1906 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে দাদাভাই দলের সভাপতি নির্বাচিত হন এবং এই অধিবেশনে তিনি ভারতের স্বায়ত্তশাসনের দাবি প্রথম উত্থাপন করেন।তার জীবনসঙ্গীর নাম ছিল গুলবাই।

তার রচিত বিখ্যাত গ্রন্থ পভার্টি এন্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 1917 সালে, 30 শে জুন 91 বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Written By – শ্রেয়া চ্যাটার্জি

About Author