মলয় দে, নদীয়া : চলে গেলেন বিশিষ্ট মানুষ শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের সুনিল চ্যাটার্জি। ওরফে সোনাদা, ইগতকাল রাতে বার্ধক্যজনিত নানান রোগে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। 1930 সালে তার জন্ম হয়। সুনীল চ্যাটার্জী ছোট্টবেলা থেকেই ফুটবল যেন তার কাছে এক অন্যরকম অনুভুতি ছিল। নিজেও ফুটবল খেলতে খুবই ভালবাসতেন।
বাল্য বয়সে নানারকম ভাবে গাছের ডাব, গাছের বাতাবি লেবু দিয়ে ফুটবল বানিয়ে তিনি খেলতেন। একটু বয়স বাড়তেই কয়েকজন বন্ধু মিলে 1940 সালে প্রতিষ্ঠা করলেন শান্তিপুর সবুজ সংঘ নামে ক্লাবটি। তারপর থেকেই সারা জীবন তিনি এই ক্লাবের অন্যতম দায়িত্ববান সদস্য ছিলেন। অত্যন্ত ভালো ফুটবল খেলতেন তিনি স্বাধীনতা-পরবর্তী 1958 সালে মর্যাদাপূর্ণ হুইলার শীল্ড সবুজ সংঘ দলের অন্যতম সদস্য ছিলেন।
ফুটবল জীবনে অসংখ্য খেলায় ক্লাব কে দায়িত্ব নিয়ে জিতিয়েছেন, তার খেলা দেখতে মাঠে ভিড় করতেন ফুটবলপ্রেমী থেকে পরিচিত সকলেই। খেলা থেকে অবসর নিয়ে তিনি সেখানেই থামেনি, তার লক্ষ্য ছিল একটাই আগামীদিনের লক্ষ্যে নতুন প্লেয়ার তৈরি করা তাছাড়াও তিনি ফুটবল খেলোয়াড় হিসাবে জীবনে অনেক সম্মানে সম্মানিত হয়েছেন। তিনি হঠাৎই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শান্তিপুর তথা বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে।
তার মৃতদেহ শান্তিপুর শিশু কাকলি স্কুল হয়ে নিয়ে যাওয়া হয় তার প্রিয় শান্তিপুর সবুজ সংঘ ক্লাবে। সেখান থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর নিয়ে যাওয়া হয় শান্তিপুর শ্মশানের উদ্দেশ্যে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। শান্তিপুর শ্মশানে উপস্থিত ছিলেন, শান্তিপুরের তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর ক্রিয়া প্রেমী মানুষ ও শান্তিপুরের সাধারণ মানুষ।