করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৩৮ হাজারের গণ্ডি ছুঁয়েছে। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। প্রায় প্রতিদিন কোন না কোন অভিনেতাকে করোনা আক্রান্ত হতে শোনা যাচ্ছে।
সম্প্রতি জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন গরীব মানুষের কাছে দেবদূত সোনু সুদ। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা লিখেছেন। তিনি পোস্টে লিখেছেন, “আপনাদের সকলকে জানাচ্ছি আজ সকালে আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সমস্ত রীতি মেনেই আমি আজ সেল্ফ আইসোলেশনে চলে এসেছি এবং নিজের যত্ন রাখছি। আপনারা চিন্তা করবেন না। এর মাঝেও আপনাদের সমস্ত সমস্যার সমাধান করব। মনে রাখবেন সর্বদা আমি আপনাদের পাশে আছি।”
— sonu sood (@SonuSood) April 17, 2021
গতবছর করোনা পরিস্থিতি দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করলে তখন অভিনেতা সোনু সুদ গরীবদের কাছে মাসিহা হয়ে উঠেছিলেন। তিনি গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। পরিযায়ী শ্রমিকদের জন্য নিজ খরচায় বাস ভাড়া করেছিলেন যা তাদের বাড়ি ফিরিয়েছে। কারুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে সমস্ত খরচ নিজের কাঁধে নিয়ে নিয়েছে। অসহায়দের পাশে দাঁড়িয়ে নাম কুড়িয়েছেন এই অভিনেতা। তবে আজ তিনি নিজেই করোনা আক্রান্ত। অবশ্য তাতে সমাজসেবা থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।