একুশে নির্বাচনের আগে ক্রমশ বাকবিতন্ডা বাড়ছে তৃণমূল-বিজেপি শিবিরের মাঝে। আজকে বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সে বর্ধমানের কাটোয়া থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে গলায় সুর তুলেছিলেন। তবে পাল্টা জবাব দিতেও ভোলেনি শাসকদল। ব্যারাকপুরের সভা থেকে গেরুয়া শিবিরকে একহাত নিলেন তৃণমূল বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায় (Sougoto Roy)। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতিকে “জোকার” বলে বিদ্রুপ করেছেন।
আজকে তৃণমূল নেতা সৌগত রায় নাড্ডাকে কটাক্ষ করে বলেছেন, “শুনেছি পশ্চিমবঙ্গে নাকি নাড্ডা এসেছে। সে এখানে এসে কৃষক পরিবারের থেকে চাল সংগ্রহ করবে। তা আমি নাড্ডা বাবুকে জিজ্ঞাস করছি তিনি চাল সংগ্রহ করতে কাটোয়াতে কেন আসছেন? দিল্লি সীমান্তে যাচ্ছেন না কেন?” সেই সাথে নাড্ডার বক্তব্য তৃণমূল চালচোর, ত্রিপল চোর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তিনি বলেছেন, “নাড্ডা কে হরিদাস পাল, কি নাম জানে ওর। ও আমাদের চোর বললেই আমরা চোর নাকি। প্রমাণ দেয়ার ক্ষমতা আছে? এতদিন ভাইপো চোর বলছিল। এদিকে ভাইপোর নাম নেয়ার ক্ষমতা নেই। ওটা অভিষেকের নাম করবে না।”
অন্যদিকে তিনি আছো ভাই বসে তৃণমূলের করা ভুলের একটা হিসাব দিয়েছেন। তিনি বলেছেন তারাই ভুল যারা আমাদের দলকে চিনতে ভুল করেছে। তিনি বলেছেন, “৩৫ লাখ টাকা তুলেছে শীলভদ্র দত্ত। ওর চোখের চামড়া নেই। আসলে আমাদের ২০১৬ সালে শীলভদ্রকে টিকিট দেওয়াটাই ভুল হয়েছিল। সেই সাথে তিনি বলেছেন নোয়াপাড়া সুনীল সিংহ কেও টিকিট দেয়া আমাদের ভুল।” সেই সাথে তিনি মোদি সরকারের সমালোচনা করে বলেছেন, “মোদি সরকার বলছে এত উন্নতি করেছে। কিন্তু এদিকে করোনা এর সময় লাখ লাখ লোক হেঁটে হেঁটে বাড়ি ফিরল। এই হল দেশের উন্নতির নিদর্শন।”