কলকাতা: রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিক, সোহম চক্রবর্তীর পর করোনায় আক্রান্ত হলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তার শরীরে করোনার উপসর্গ দেখা মিলেছিল। অবশেষে গতকাল, সোমবার রাতে মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার নামে একটি বেড বুক করা হয়। আর আজ, মঙ্গলবার সেই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। জানা গিয়েছে তার পরিবারের লোকজনও আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। বর্ষীয়ান অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছেন কলাকুশলীরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।