ক্রিকেটখেলানিউজ

এনডোর্সমেন্ট বিতর্কের মাঝেই মুখ ঢেকে নতুন বিজ্ঞাপনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ

Advertisement

কলকাতা: বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর একাধিক ব্র্যান্ড এনডোর্সমেনন্টে সৌরভের মুখ দেখা যাওয়া ঠিক কিনা, তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে বোর্ডের অন্দরে। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় গত বৃহস্পতিবার এই নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। আর এরই মধ্যে একটি বিজ্ঞাপন ঘিরে বড়দিনের সকালে সৌরভের টুইট করা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

সৌরভের করা টুইটে দেখা যায়, একটি বেসরকারি ব্র্যান্ডের মাস্ক পড়ে বিজ্ঞাপন করছেন সৌরভ। এই বিজ্ঞাপনের ছবি নিজেই টুইট করে মহারাজ লেখেন, ‘আমার পছন্দের সুরক্ষার প্রচারে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এই বিশেষ মাস্ক কাঁচা যায় ও ছ’মাস পর্যন্ত ব্যবহার করা যায়। জানা গিয়েছে, সৌরভের সই সহ এই মাস্ক সীমিত সংখ্যায় পাওয়া যাচ্ছে।

বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরেও একাধিক বিজ্ঞাপনে মুখ দেখাতে পারেন কিনা সৌরভ, তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। এমনকি সৌরভকে এমন কিছু ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করতে দেখা গিয়েছে, যারা বোর্ডের স্পনসরদের প্রতিদ্বন্দ্বি। কিন্তু কোনও বিতর্ককে পাত্তা না দিয়ে বিজ্ঞাপনে একইভাবে স্বমহিমায় মহারাজ।

Related Articles

Back to top button