৭৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য ইতিমধ্যে খুশির বার্তা দিয়েছে বিসিসিআই। স্বাধীনতা দিবসের স্মৃতিতে ইডেন গার্ডেন্স আরও একবার আলোকসজ্জায় সজ্জিত হতে চলেছে। হ্যাঁ, স্বাধীনতার এই পুণ্য লগ্নকে মোহিত করতে এবার ভারতের মাটিতে ‘লেজেন্ড লীগের ‘ আয়োজন করতে চলেছে বিসিসিআই। যেখানে বিশ্বের প্রাক্তন তাড়কা ক্রিকেটারদের ২২ গজে লড়াই করতে দেখবে ক্রিকেটপ্রেমীরা।
আসন্ন লেজেন্ডস লিগের মেগা আসর উপলক্ষে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আগামী ১৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড জায়েন্টসের বিরুদ্ধে বিশেষ ম্যাচ খেলতে নামবে সৌরভের ইন্ডিয়া মহারাজাস। ১৬ তারিখ লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়েন্টসের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নামবে ইন্ডিয়া মহারাজাস।
লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগের দিন, অর্থাৎ আগামী ১৬ই সেপ্টেম্বর স্বাধীনতার ৭৫তম বছর পূর্তি উপলক্ষে বিশেষ ম্যাচ আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচেই বাংলার মহারাজ নেতৃত্ব দেবেন ইন্ডিয়া মাহারাজাস দলকে। জানলে অবাক হবেন, সৌরভ ঘরের মাঠে সেই ম্যাচ খেলার জন্য একটি পয়সাও নেবেন না। লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা এমনটাই জানিয়েছেন।
এক নজরে দেখে নিন দুই দলের শক্তিশালী স্কোয়াড:
ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেট রক্ষক), এস শ্রীসন্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং এবং যোগিন্দর শর্মা।
ওয়ার্ল্ড জায়েন্টস: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডন সিমনস, হার্সেল গিবস, জ্যাক ক্যালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রায়র, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেইন, হ্যামিলটন মাসাকদজা, মাশরাফি মোকর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন এবং দীনেশ রামদিন।