ক্রিকেটখেলা

‘ফ্লপ আইডিয়া’ সৌরভকে তোপ দাগলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন সেরা চারটি দেশ নিয়ে সুপার সিরিজ আয়োজন করার। যেটি নিয়ে উৎসাহী নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি সর্বোচ্চ ত্রিদেশীয় সিরিজের অনুমতি দিয়ে থাকে। এক্ষেত্রে বিশেষ ভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে অসুবিধা হওয়ার সম্ভাবনা।

ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে চায়। সিএ এবিষয়ে কোনো মন্তব্য করেনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন “এমনিতেই সারাবছর আমাদের ঠাসা ম্যাচ থাকে তার উপর এরকম একটা সিরিজের জন্য সময় বের করা বেশ চাপের ব্যাপার”। ইংল্যান্ড এবং ওয়ালস ক্রিকেট বোর্ড এবিষয়ে আলোচনা করে পরে জানাবে বলে জানিয়েছে।

আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এই প্রস্তাব কে ফ্লপ অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন এটি শক্তিধর তিন দেশ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তরফে বাকি দেশগুলোকে বঞ্চিত করে আইসিসি কে পরিচালনা করার একটি চক্রান্ত। যেটি অন্যান্য অপেক্ষাকৃত কম শক্তিধর দেশগুলির পক্ষে ক্ষতিকর।

Related Articles

Back to top button