তড়িৎ ঘোষ : ভারতীয় বোর্ড সভাপতি পদে সদ্য নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে তার কার্যকালের মেয়াদ দশ মাস। তারপর তাকে যেতে হবে কুলিং-অফ এ। গাঙ্গুলীর কার্যকালের মেয়াদ বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। তাহলে তিনি পুরো তিন বছর থাকতে পারবেন বিসিসিআই সভাপতি পদে।
বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী একজন সদস্য মোট ছয় বছর ক্রিকেট পরিচালন সমিতির কোন পদে থাকতে পারবেন সেটা বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থা মিলিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি তে ৫ বছরের বেশি সময় অতিবাহিত করে বোর্ড সভাপতি নিযুক্ত হয়েছেন। তাই ভারতীয় বোর্ড সভাপতি হিসেবে তার কার্যকাল ১০ মাস তারপর তাকে যেতে হবে কুলিং-অফে।
আরও পড়ুন : টি-টোয়েন্টিতে রেকর্ড দীপক চাহারের
লোধা কমিশনের তৈরি করা এই ছয় বছরের নিয়মের জন্য অভিজ্ঞ এবং দক্ষ প্রশাসক নিয়োগ করা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে বোর্ডের কাছে। তাই এই নিয়মটির পরিবর্তন করতে চাই বোর্ড। এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে থাকার জন্য কোন নিয়ম পরিবর্তন সহজ ব্যাপার নয়।
১লা ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে। বার্ষিক সাধারণ সভায় প্রথমে তিন-চতুর্থাংশ সমর্থন নিয়ে নিয়ম পাশ করাতে হবে তারপর সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে নিয়ম পরিবর্তন করার জন্য। সুপ্রিম কোর্ট যদি আবেদন মঞ্জুর করে তখন কার্যকাল বাড়বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।