তড়িৎ ঘোষ : ভারতবর্ষের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনের সবকিছু সিএবির হাতে থাকলেও মালিকানা কিন্তু রয়েছে ভারতীয় সেনার হাতে। তাই অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় সিএবি কর্তৃপক্ষকে। সেজন্য সৌরভ গাঙ্গুলীর ইচ্ছে কলকাতার বুকে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার। সেই ইচ্ছের কথা তিনি আগেও একটি সাক্ষাৎকারে জানান। এবার সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য তৎপর হলেন সৌরভ।
ইডেনে ভারতের প্রথম দিন-রাতের টেস্টে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ম্যাচ দেখার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক বিষয়ে কথা হয় সৌরভ গাঙ্গুলীর। ম্যাচ সফলভাবে আয়োজন করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন “যখন যা সাহায্য দরকার দিদিকে বলতেই সবকিছু পেয়েছি। দিদির আশীর্বাদ ও সহযোগিতা সবসময় রয়েছে আমার সাথে”।
মমতা বন্দ্যোপাধ্যায়ও ম্যাচ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও টিম ইন্ডিয়া কে ধন্যবাদ জানান প্রথমবার গোলাপি বলের টেস্ট জয়লাভ করার জন্য এবং সৌরভ, বিসিসিআই ও সিএবি কে ধন্যবাদ জানান ঐতিহাসিক একটি ম্যাচ সুষ্ঠভাবে সংগঠিত করার জন্য।
ম্যাচ শেষ হওয়ার পরে সৌরভকে নবান্নে দেখা যায়। মেয়র ফিরহাদ হাকিম সৌরভকে মুখ্যমন্ত্রীর কেবিনে নিয়ে যান। জানা যাচ্ছে নতুন ওই স্টেডিয়ামের বিষয়ে বিস্তারিত ভাবে দিদির সঙ্গে আলোচনা করার জন্যই নবান্নে এসেছেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন বোর্ড সভাপতি তাই তিনি চাইছেন এটাই সবচেয়ে উপযুক্ত সময় নতুন স্টেডিয়ামের কাজ শুরু করে দেওয়ার।