সৌরভ গাঙ্গুলী বোর্ড সভাপতি হওয়ার পর তার সতীর্থ খেলোয়াড় এবং বিদেশী দলের সমসাময়িক খেলোয়াড়রা পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। একসময়ের মারকাটারি ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন “দাদা বোর্ড সভাপতি হচ্ছে এটা শুনেই আমার ২০০৭ সালের দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি ঘটনার কথা মনে পড়ে যায়, সেদিন আমি এবং ওয়াসিম জাফর খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং চার নম্বরে শচীনের নামার কথা থাকলেও দীর্ঘক্ষণ ফিল্ডিং না করার জন্য নিয়ম অনুযায়ী শচীন সেই মূহূর্তে ব্যাট করতে নামতে পারেনি এবং সেই সময় অনেক দিন পর দলে ফেরা দাদাকে নামতে বলা হয়। আর তখন দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং এ চাপ ছিল প্রচুর। কিন্তু সেই চাপ দাদা এত দক্ষভাবে সামলায় যা দেখে আমরা ড্রেসিংরুমে বলেছিলাম আমাদের মধ্যে কেউ যদি বিসিসিআইয়ের সভাপতি হতে পারে সেটা কেবলমাত্র দাদা এবং আমি এটাও বলেছিলাম যে দাদা একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। একটা ভবিষ্যদ্বাণী পূরণ হয়ে গিয়েছে এখন দেখার আরেকটা কবে পূরণ হয়”।
অনেকবার সৌরভ গাঙ্গুলী রাজনীতিতে যুক্ত হচ্ছেন বলে গুঞ্জন শোনা গেলেও এখনো পর্যন্ত তিনি নিজেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছেন। এখন দেখার ভবিষ্যতে তিনি কি করেন।