শ্রেয়া চ্যাটার্জী: সারাবছর খেলা, দাদাগিরি শ্যুটিং ও হাজারো কাজে ব্যস্ত থাকা ব্যস্ত থাকা সত্বেও পুজোর সময় দাদা কিন্তু কাটান সম্পূর্ণ এক সাধারন ছেলের মত। পুজোর প্যান্ডেলে আড্ডা, ধুনুচি নাচ বিসর্জন যাত্রা সবই এই সেলিব্রিটি দাদা তখন করে থাকেন। এত দেশে ঘুরে বেরিয়েও এত অনুষ্ঠান দেখে তিনি কলকাতার দুর্গাপুজো কে সবচেয়ে সেরার শিরোপা দিয়েছেন।
পুজোর সময় তিনি অন্য কোথাও যান না, পুজোর সময় তিনি কলকাতাতেই কাটান। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়াদশমী একেবারে পরিবারের সাথে বরিশা ক্লাবের এখন নো তম সদস্য হয়ে থাকেন। তার স্ত্রী ডোনা এবং কন্যা সানাকে নিয়ে সৌরভের পুজো বেশ আনন্দে কাটে।
এই সময়ে দাদাকে আপনি দেখতে পাবেন একদম ঘরোয়া সাজে কোনরকম কোর্ট-প্যান্ট নয়, কোনরকম সাহেবি পোশাকে নয়, এই সময় দাদা একদম থাকেন ঘরোয়া বাঙালি সাজে বাঙালি আমেজে। পাঞ্জাবি আর পায়জামা তেই তিনি বেশ কমফোর্টেবল পুজোর দিনগুলিতে। সকালবেলায় তার স্ত্রী সেজে উঠেন শাড়িতে।