আগের থেকে অনেকটাই বেড়ে গেছে দক্ষিণের অভিনেত্রী অনুষ্কা শেঠির ওজন, ভাইরাল হলো তার নতুন ছবি

বাহুবলীর দেবসেনা অর্থাৎ দক্ষিণের সুপারহিট অভিনেত্রী অনুষ্কা শেঠি বলিউডের কোনো ছবিতে কাজ না করলেও, তার মাত্র একটি ছবিই তাকে দেশ ও বিশ্বে এমন একটি পরিচিতি এনে দিয়েছে যা মুছে ফেলা…

Avatar

বাহুবলীর দেবসেনা অর্থাৎ দক্ষিণের সুপারহিট অভিনেত্রী অনুষ্কা শেঠি বলিউডের কোনো ছবিতে কাজ না করলেও, তার মাত্র একটি ছবিই তাকে দেশ ও বিশ্বে এমন একটি পরিচিতি এনে দিয়েছে যা মুছে ফেলা সম্ভব নয়। ব্লকবাস্টার ছবি বাহুবলীতে দেবসেনা চরিত্রে অভিনয় করে সবার প্রিয় হয়ে ওঠেন অনুষ্কা। ছবিতে মূল চরিত্র বাহুবলী অর্থাৎ প্রভাসের কাঁধে চড়ে নদী পার হওয়ার দৃশ্যই হোক বা ছবিতে তাঁর এন্ট্রি সিন, অনুষ্কার ভক্তদের চোখে অভিনেত্রীর সেই চাবুক চেহারা যেন গেঁথে রয়েছে। তবে, সেই সবই এখন অতীত। সম্প্রতি অনুষ্কাকে একটি মন্দিরে দেখা গিয়েছে, যেখানে তার লুক দেখে ভক্তরা অবাক। অনুষ্কার ফ্যানেরা তার পরিবর্তিত চেহারা দেখে তাকে চিনতেই পারছেন না।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অনুষ্কা শেঠির সাম্প্রতিক ছবি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। অনুষ্কাকে একটি মন্দিরে সাদা সালোয়ার স্যুট পরে, কানে ঝুমকা, চুল খোলা অবস্থায় দেখা গিয়েছিল। সাম্প্রতিক ছবিতে তার চেহারা অনেকটাই পাল্টে গেছে। আগের চেহারার থেকে এখন তার রূপে অনেক বদল এসেছে। এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে, অনুষ্কা অনেক বেশি ওয়েট পুট অন করে ফেলেছেন। আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে তার ওজন। বাহুবলীর অনুষ্কা শেঠি আর আজকের অনুষ্কার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছেন তার ফ্যানেরা, যা দেখে কার্যত তাজ্জব অনেকেই। কিন্তু কেনো এমনভাবে ওজন বাড়লো অভিনেত্রীর?

ওজন বেড়েছে অনুষ্কার

বাহুবলী ছবিতে দেবসেনা হয়ে মানুষের মন জয় করা অনুষ্কা শেঠি আজকাল তার নতুন লুকের কারণে নতুন করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন। অনুষ্কা শেঠির সাম্প্রতিক ছবি যারা দেখছেন তারা হয়তো প্রথম দেখাতেই তাকে চিনতে পারবেন না। এই ছবিতে আমরা দেখছি অনুষ্কা শেঠির ওজন অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। বাহুবলী ছবির পর থেকে অনুষ্কা শেঠিকে কোনও ছবিতে দেখা যায়নি। অভিনেত্রী হিসেবে এই ওজন খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু কেনো হঠাৎ এরকম ওজন বাড়লো অভিনেত্রীর? কোনো বিশেষ কারণবশত কি এরকম ওজন বেড়েছে তার?

আগের থেকে অনেকটাই বেড়ে গেছে দক্ষিণের অভিনেত্রী অনুষ্কা শেঠির ওজন, ভাইরাল হলো তার নতুন ছবি

ওজন বৃদ্ধির আসল কারণটা কি?

সম্প্রতি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেঠিকে যারাই দেখেছেন, তারাই করেছেন যে, এই অভিনেত্রী নিশ্চয়ই কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন যার কারণে তার ওজন এত বেড়েছে। এক সময় অনুষ্কা দক্ষিণ ভারতের অন্যতম সুন্দরী অভিনেত্রী ছিলেন। তবে অনুষ্কা শেট্টির এই ওজন তার কোনও অসুস্থতার কারণে বাড়েনি। তবে, তার এই ওজন বৃদ্ধির পিছনে রয়েছে তার একটি নতুন সিনেমা। এখন অনুষ্কা তার আসন্ন ছবির প্রস্তুতিতে ব্যস্ত এবং সেই ছবিতে তাকে একজন মোটা মহিলার চরিত্রে অভিনয় করতে হবে। এই কারণেই অভিনেত্রী এখন তার ওজন বৃদ্ধি করছেন।