রেলের কর্মী ছাঁটাই শুরু করা হয়েছে। লকডাউনের জন্যই দক্ষিণ-পূর্ব রেলে প্রথম কর্মী ছাঁটাই শুরু করেছে। যদিও অন্য কোনো রেলে এখন ও ছাঁটাই পর্ব শুরু হয়নি। দক্ষিণ পূর্ব রেলের কলকাতা বিভাগে কর্মরত ৯১ জন নন-গেজেটেড ও ২ জন গেজেটেড কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী যাদের ছাঁটাই করা হয়েছে তারা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত। কিন্তু পরে তাদের আবার কাজে নিযুক্ত করা হয়েছিল।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে ওই কর্মীদের হোয়াটসআপ, এসএমএস বা ইমেলের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি রেলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এখন কাজের সেরকম চাপ নেই আর কর্মীদের বয়স ৬০-র বেশি তাই এখন আর তাদের কাজে রাখা যাবে না। পূর্ব রেলে এখন প্রায় দেড় হাজার নন গেজেটেড কর্মী ও বেশ কিছু কর্মী গেজেটেড হিসাবে রয়েছেন।
রেলের এই প্রয়াসকে সমর্থন করেছেন রেলকর্মীরাই। কারণ দেশে ক্রমাগত বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর অবসর প্রাপ্ত কর্মীরা বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পান। এদিকে শিক্ষিতরা চাকরি পাচ্ছেন না। তাই অবসরপ্রাপ্ত কর্মীদের ফের রেল নিয়োগ করছে এটা রেলের কর্মীরা বিরোধিতা করছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এবছরের জন্য রেলের মহার্ঘ ভাতা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে।