Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা, মিলবে না এই পরিষেবা

আগামী রবিবার ২১শে জুন এসবিআই এর গ্রাহকরা ব্যাংকের অনলাইন পরিষেবার সুবিধা পাবেন না। আজ এসবিআই এর তরফে জানানো হয়েছে একথা। এসবিআই এর তরফে আজ টুইট করে জানানো হয়, আগামী রবিবার…

Avatar

আগামী রবিবার ২১শে জুন এসবিআই এর গ্রাহকরা ব্যাংকের অনলাইন পরিষেবার সুবিধা পাবেন না। আজ এসবিআই এর তরফে জানানো হয়েছে একথা। এসবিআই এর তরফে আজ টুইট করে জানানো হয়, আগামী রবিবার ব্যাংকের অনলাইন পরিষেবা বন্ধ থাকবে।

তাই লেনদেনের কোনো কাজ বাকি থাকলে তা শনিবারের মধ্যে সেরে ফেলার পরামর্শ দেওয়া হয় ব্যাংকের তরফে। শনিবার লেনদেনের কাজ না সারতে পারলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রবিবার এসবিআই এর অনলাইন পরিষেবায় কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে। তাই ওইদিন গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে লেনদেন না করার। গত ১৫ই জুন এসবিআই গ্রাহকদের সুবিধার্থে তাদের অ্যাপলিকেশন একটি নতুন ফিচার লঞ্চ করে। Video Know Your Customer (VKYC) নামের এই ফিচারের মাধ্যমে এসবিআই এর গ্রাহকরা হ্যাশলফ্রি পরিষেবা পাবেন অ্যাপের মাধ্যমে। সেই ফিচারের উপরেই কিছু কাজ করা হবে বলে জানানো হয়েছে দেশের শীর্ষ ব্যাংকের তরফে।

About Author