বেশকিছু বছর থেকে রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করার থেকে টুকলি করার দিকে বেশি মনযোগ দিচ্ছে। যার ফলে পরীক্ষায় ভালো নম্বর পেলেও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে না ছাত্ররা। এবার টুকলি বন্ধ করার জন্য নতুন পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি।
পরীক্ষায় টুকলি বন্ধ করার জন্য এক বড়সড় পদক্ষেপ নিচ্ছে ইউজিসি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এক নির্দেশিকা জারি করেছে ইউজিসি। ইউজিসির নির্দেশ অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে টুকলি বন্ধ করার জন্য বসানো হবে জ্যামার।
কমিশন জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে ফোন অথবা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে টুকলি করতে না পারে তার জন্যই এমন পদক্ষেপ নিচ্ছে ইউজিসি। জ্যমার থাকার ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে টুকলি করতে পারবে না। যার ফলে যারা প্রকৃত মেধাবী তারা তাদের কষ্টের দাম পাবে।