টেক বার্তা

লঞ্চ হচ্ছে Triumph-এর দুই স্পেশাল বাইক, নতুন ফিচারে থাকছে চমক

Triumph এর দুটি স্পেশাল বাইক তৈরি করা হবে লিমিটেড এডিশনে, থাকবে বহু নতুন ফিচার

Advertisement

Triumph মোটরসাইকেল দেশে তাদের নতুন দুটি স্পেশ্যাল এডিশন লঞ্চ করেছে। মঙ্গলবারই এমন কথা ঘোষণা করছে জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা কোম্পানি Triumph এর ভারতীয় শাখা। সম্প্রতি জানা গিয়েছে যে, the street scrambler 900 sandstrom এবং Scrambler 1200 steve McQueen এই দুটি নতুন বাইকের edition লঞ্চ করা হয়েছে।

কত দাম রাখা হবে Triumph এর এই নতুন দুটি বাইকের?

The Scrambler 1200 Steve McQueen এর নতুন মডেলের দাম রাখা হয়েছে ১৩,৭৫,০০০ টাকা। সেখানেই The Street Scrambler 900 sandstrom এর মডেলের দাম রাখা হয়েছে ৯,৬৫,০০০ টাকা।

Triumph ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে, এই দুটি এডিশনের বাইককে লিমিটেড এডিশনে লঞ্চ করা হতে চলেছে। জানা গিয়েছে যে Scrambler তৈরি হবে মাত্র ১২০০ ইউনিট।

অন্যদিকে street scrambler 900 snadstrom তৈরি হবে ৭৭৫ টি ইউনিট। জনপ্রিয় মার্কিন অভিনেতা Terrence Stephen McQueen এর নাম অনুসারে বাইকটির নাম কোম্পানি রেখেছে Triumph Scrambler 1200 Steve McQueen। বলা বাহুল্য, অভিনেতার ডাকনাম রাখা হয়েছিল ‘কিং অফ কুল’। Scrambler Special এডিশনের বাইকদুটিকে যদি পারফর্ম্যান্সের দিক থেকে দেখা যায় তবে তা ১০০ তে ১০০। তার সাথে রয়েছে একাধিক নতুন নতুন ফিচার।

এই দুটি নতুন এডিশনের বাইকের বিষয়ে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের সংস্থা দেশে steve McQueen এবং Sandstrom এডিশন লঞ্চ করতে পেরে খুবই খুশি হয়েছে। এই দুটি মোটরবাইকের সাথে ঐতিহ্য জড়িয়ে আছে। Triumph এর নতুন এডিশন বাইক এক্সি বিকল্পের সাথে পাওয়া যাবে দেশে।

Related Articles

Back to top button