ট্রেনের টিকিটের দামেই পেয়ে যাবেন ফ্লাইটের টিকিট, জানুন দীপাবলিতে কিভাবে সস্তায় বুক করবেন ফ্লাইট
দেশীয় বিমান সংস্থাগুলি টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে এই দীপাবলির মরশুমে
যদি আপনি দীপাবলি অথবা ছট পূজা উপলক্ষে বাড়ি যাবার পরিকল্পনা করছেন এবং আপনার টিকিট এখনো নিশ্চিত না হয়ে থাকে তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লাইটে সিট পূরণ না হওয়ায় এয়ারলাইন্স কোম্পানিগুলি এবারে ভাড়া কমিয়ে ৮% পর্যন্ত ডিসকাউন্টে টিকিট উপলব্ধ করছে গ্রাহকদের জন্য। সম্প্রতি বেশ কিছু এয়ারলাইন সংস্থা উৎসবের মৌসুমে আরো চাহিদার প্রত্যাশা টিকিটের দাম বৃদ্ধি করেছিল। কিন্তু এখন টিকিট বিক্রি না হওয়ার কারণে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে এবারে যে সমস্ত ফ্লাইট গুলি চলছে সেগুলির ভাড়া কমানো হচ্ছে বলে জানা গেছে।
গত কয়েকদিনে দেশীয় বিমান সংস্থাগুলি বেশ কয়েকবার টিকিট বিক্রির বিষয়ে বেশ কিছু অফার ঘোষণা করেছিল। কিছুদিন আগে গো ফার্স্টের দেউলিয়া হওয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই মুহূর্তে বিমান সংস্থাগুলি খুব একটা ভালো অবস্থায় চলছে না। তাই পুজোর মরশুমে টিকিটের দাম বৃদ্ধি করার চিন্তা ভাবনা করেছিল এয়ারলাইন্স সংস্থাগুলি। সেইমতো বেশ কিছু ফ্লাইটের টিকিটের দাম বাড়িয়েছিল তারা। তবে ইকোনমিক টাইমসের প্রকাশিত খবর অনুসারে, স্পাইসজেটের একজন কর্মকর্তা বলেছেন, এই প্রথমবারের মতোই উৎসবের মৌসুমে ফ্লাইটের টিকিট বিক্রি হয়নি। এই কারণে, এবারে কিন্তু টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্পাইসজেট।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের তথ্য অনুসারে, এয়ারলাইন সংস্থাগুলি প্রত্যাশার বিপরীতে মোটামুটি ১০ থেকে ১৫ শতাংশ এয়ারলাইন টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে। কোভিড মহামারীর আগে ২০১৯ সালের তুলনায় চাহিদা বাড়লেও যেহেতু বিমান সংস্থার খরচ বেড়েছে এবং জেট ফুয়েল অনেকটা দামি হয়েছে, সেই কারণে টিকিটের দাম বেড়েছিল স্বভাবতই। এছাড়াও বিমানবন্দরের ফি অনেকটাই বেড়েছে। কিন্তু, শেষমেষ ভারতীয় বিমান সংস্থাগুলি টিকিটের দাম কমাতেই বাধ্য হয়েছে, তার কারণ বিমান চালাতে গেলে আগে সিট পূরণ হওয়াটা প্রয়োজন। এইবারের দিওয়ালিতে গড় ফ্লাইটের ভাড়া ৬৫০০ টাকা মতো ছিল। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে দেশীয় এয়ারলাইন্সের টিকিটের বিক্রি সবথেকে বেশি হবে বলে আশা করা হচ্ছে। এমনিতেই বছরের অন্যান্য সময় টিকিটের বিক্রি কম থাকে। তার মধ্যে যদি দুর্গাপূজা দীপাবলি এবং বড়দিনের সময় টিকিটের বিক্রি কমে যায়, তাহলে বিমান সংস্থা গুলির জন্য সমস্যার কারণ রয়েছে।